অতিরিক্ত মদপানে রাবির দুই শিক্ষার্থীর মৃত্যু
নিউজ ডেস্ক: অতিরিক্ত মদপানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
রোববার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) চিকিৎসাধীন তাদের মৃত্যু হয়।
নিহতদের মধ্যে একজন অর্থনীতি বিভাগের, অন্যজন আইন বিভাগের ছাত্র। তবে তাদের নাম জানা যায়নি।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক হুমায়ুন কবীর জানান, শনিবার রাতে নগরীর মোন্নাফের মোড় এলাকার একটি মেসে ওই দুই শিক্ষার্থী মদপান করে অসুস্থ হয়ে পড়ে।
রাতেই তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রোববার সকালে চিকিৎসাধীন থেকে তাদের মৃত্যু হয়।