অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীকে ডিম নিক্ষেপ
নিউজ ডেস্ক: নির্বাচনী প্রচারণাকালে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসনের ওপর ডিম ছুড়ে মেরেছেন ২৫ বছর বয়সী এক যুবতী। সঙ্গে সঙ্গে তাকে গ্রেপ্তার করেছে নিউ সাউথ ওয়েলস রাজ্যের পুলিশ। আগামী ১৮ মে সেখানে নির্বাচন। এ উপলক্ষ্যে প্রচারণায় গিয়েছিলেন মরিসন। তার ওপর ডিম ছুড়ে মারার সঙ্গে সঙ্গে নিরাপত্তারক্ষীরা দ্রুততায় ওই যুবতীকে ধরে ফেলে। এ সময় তিনি মাথায় শীত নিবারণের টুপি পরা ছিলেন। আর ছিলেন সাধারণ পোশাকে। তাকে আটক করে পুলিশ টেনে হিঁচড়ে দূরে নিয়ে যায়।
ইন্সপেক্টর স্কট রাসেল আলবারিতে এক সংবাদ সম্মেলনে বলেছেন, মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট একটি ঘটনায় আমরা একজন নারীকে আটক করেছি। তবে তার নাম প্রকাশ করতে অস্বীকৃতি জানান তিনি। আগের বিবৃতিতে রাজ্য পুলিশ বলেছিল, ছোড়া ডিমটি দৃশ্যত প্রধানমন্ত্রীর মাথা বরাবর ছোড়া হয়েছে।
টেলিভিশনের ইমেজে দেখা গেছে, ডিম তার মাথায় আঘাত করার পর মরিসন মাথা মুছছেন। তবে ডিমটি ভাঙে নি।