-- বিজ্ঞাপন ---

এখনও জমে উঠেনি পশুর হাট

0

চট্টগ্রাম মহানগরীর প্রধান পশুর হাটগুলোতে দেশী বিদেশী প্রচুর গরু, ছাগল আসতে শুরু করেছে। বিশেষ করে দেশের উত্তরাঞ্চলের জেলাসমূহ কুষ্টিয়া, পাবনা, চাঁপাইনবাবগঞ্জ,রাজশাহী, গোপালগঞ্জ,রংপুর থেকে ট্রাকে করে প্রতিদিন এসব পশু চট্টগ্রামের প্রধান পশুর হাটগুলোতে আসছে। তবে এখনো পশু কেনা জমে উঠেনি। ঈদের ৫/৬ দিন আগে পুরোদমে বাজার জমে উঠবে বলছেন পশুর হাটের ইজারাদাররা।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান গরুর বাজার বিবির হাট, নুর নগর হাউজিং সোসাইটি ইলিয়াছ ব্রাদার্স মাঠ সরেজমিন ঘুরে গতকাল রোববার এসব তথ্য পাওয়া গেছে।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বহদ্দারহাট এক কিলোমিটার এলাকার নগরীর অন্যতম গরু বাজার নুর নগর হাউজিং সোসাইটি ইলিয়াছ ব্রাদার্স মাঠের ইজারাদার সাইফুল আলম প্রতিদিনের সংবাদকে বলেন, ‘গতকাল শনিবার এ বাজার উদ্বোধন হয়েছে। গত বছর ২০ হাজার গরু এসেছিল এবারও আশা করছি পর্যাপ্ত গরু- ছাগল আসবে।’ তিনি বলেন, ‘এপর্যন্ত ৮ হাজারের মত গরু এসেছে। ক্রেতাদের পর্যাপ্ত নিরাপত্তাসহ চাঁদাবাজমুক্ত এ পশুর হাটে এবারও পর্যাপ্ত পশু কেনা বেচা হবে এ ব্যাপারে তিনি আশাবাদী।’
বহদ্দারহাট এক কিলোমিটার এলাকার নুর নগর হাউজিং সোসাইটি ইলিয়াছ ব্রাাদার্স মাঠে ঘুরে দেখা গেছে, গত দুদিনে সর্বোচ্চ গরুটির মূল্য ২৫ লক্ষ টাকা। চট্টগ্রাম মহানগরীর বায়েজীদ এলাকা থেকে আনা গরুটির নাম দেয়া হয়েছে ‘বিজয়’ ওজন লেখা রয়েছে ১১৫০ কেজি। এর মালিক তানিয়া আক্তার মিম। প্রতিদিনের সংবাদের সাথে আলাপকালে ‘বিজয়’ নামের গরুটির রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা মো: নুরুর ইসলাম বলেন, ‘ এই ‘বিজয়কে’ আমাদের মালিক তানিয়া আক্তার মিম গত তিন বছর ধরে লালন পালন করে আসছেন। এটির দাম উঠেছে এপর্যন্ত ১৫ লক্ষ টাকা’।
নুর নগরের মাঠে অনুষ্ঠিত পশুর হাটে গোপালগঞ্জ থেকে ৩০ টি গরু নিয়ে এসেছেন শাহাদাত বেপারী। এসকল গরুর দাম ১ লক্ষ ৭০ হাজার টাকা থেকে শুরু করে সাড়ে ৩ লাখ টাকা। বেপারীর পক্ষে মো: রাজু প্রতিদিনের সংবাদকে বলেন, ‘আশা করছি এবার দাম উঠবে। গত বছরও এ বাজারে গরু এনেছিলাম ৩০টি আঠাশটি বিক্রী হয়েছিল। এবার সবগুলো বিক্রী করতে পারব আশা করছি।’
সিটি কর্পোরেশনের অন্যতম বৃহৎ এ গরু বাজার পরিচালনা কমিটির সভাপতি হাজী মো: ফারুক প্রতিদিনের সংবাদকে বলেন, ‘গত বছর এ গরুর বাজারে প্রায় ১২ হাজার গরু ছাগল বিক্রী হয়। এবারও আশা করছি যেহেতু পর্যাপ্ত দেশী বিদেশী গরু আসতে শুরু করেছে গতবারের চেয়েও বেশী পশু বিক্রী হবে।’ তিনি বলেন, ঈদের দিন সকালেও এখানে গরু ছাগল পাওয়া যাবে। এ বাজারে ছাগল সর্বনি¤œ ৭-৮ হাজার থেকে শুরু করে ৪০-৫০ হাজার টাকায় বিক্রী হয়েছে গতবার এবারও একই অবস্থা এপর্যন্ত লক্ষ্য করা গেছে।
নগরীর মুরাদপুরে সিটি কর্পোরেশন পরিচালিত অপর বৃহত্তম গরু ছাগল কেনা বেচা হয় বিবির হাটে। রোববার সেখানে সরেজমিন গিয়ে দেখা গেল, সেখানেও পর্যাপ্ত গরু ট্রাকে করে পায়ে হেঁটে বিভিন্ন স্থান থেকে আসছে। এ হাটের ইজারাদার মো: আরিফ, লিয়াকত আলী, মঞ্জুরুল আলম ও জাকির সওদাগর। জানা গেছে, গত ৩০ জুলাই থেকে এখানে গরু ছাগল কেনা বেচা শুরু হয়েছে। বৃহত্তম এ বাজার এখনও জমে উঠেনি। বিবিরহাটে উত্তর আগ্রাবাদ থেকে আগত একজন ক্রেতা একরাম মাসুদ প্রতিদিনের সংবাদকে বলেন, ‘গত বছর যে গরুর দাম ছিল ৪০ থেকে ৫০ হাজার টাকা সেটি এখন দাম হাঁকছে ৬০ থেকে ৭০ হাজারে। আরও দু এক বাজার ঘুরে দেখে সিদ্ধান্ত নেব।’

বিবির হাট গরুর বাজারে আরেকজন ক্রেতা মনসুরুল হকেরও মতামত একই । তিনি বলেন, ‘এখন দাম একটু বেশী আরও দু একদিন দেখে চূড়ান্ত করবো।’
চট্টগ্রাম মহানগরীতে সিটি কর্পোরেশন পরিচালিত অপর বড় পশুর হাট সাগরিকা গরু বাজার। খোঁজ নিয়ে জানা গেছে, সেখানেও গরুর বাজার জমে উঠবে আরও দু’একদিন পরেই ।

আপনার মতামত দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.