ভারতের কাশ্মির ইস্যুতে শেষপর্যন্ত বাংলাদেশের সাথে কথা বলেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। দেশটির পররাষ্ট্রমন্ত্রী মাখদুম শাহ মেহমুদ কোরেশি মঙ্গলবার ফোন করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনকে। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায় , ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের সর্বশেষ পরিস্থিতি নিয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে ফোনে কথা বলেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। এ সময় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী কাশ্মীর ইস্যুতে বাংলাদেশের সহায়তা চান।
আলাপে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনকে কাশ্মিরের বর্তমান অবস্থা অবহিত করেন। কাশ্মির সংকট সমাধানে সংলাপ ও আলোচনাকে গুরুত্ব দেওয়ার বিষয়ে জোর দেন বলেও পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
Latest Press Releases/Speeches |
|
|
বিভিন্ন রাষ্ট্রের সাথে পাকিস্তান পররাষ্ট্রমন্ত্রী কথা বলেন। বাংলাদেশও তার অংশ। এ বিষয়ে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে তা প্রকাশ করা হয়েছে। প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে বিরোধপূর্ণ জম্মু ও কাশ্মীরের অবস্থান পরিবর্তন করে ভারত অবৈধভাবে এবং একতরফা যে পদক্ষেপ নিয়েছে, তা বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর কাছে তুলে ধরেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী।
মাসজুড়ে কাশ্মীরে মানবাধিকার ও মানবিক পরিস্থিতির অবনতির কথা উল্লেখ করে মাখদুম শাহ উল্লেখ করেন, সেখানকার পরিস্থিতি এ অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার জন্য বড় হুমকি সৃষ্টি করেছে।বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী সংলাপ ও আলোচনার মধ্য দিয়ে বিরোধ নিরসনের গুরুত্বের ওপর জোর দিয়েছেন বলে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে দাবি করা হয়।##