-- বিজ্ঞাপন ---

চট্টগ্রামের মানুষের ভালোবাসায় সিক্ত হলো ক্রিকেটের কিংবদন্তী সাকিব

0

বিশ্বকাপ ক্রিকেটে অসাধারণ পারফরমেন্সের জন্য সাকিব আল হাসান সিক্ত হলেন চট্টগ্রামবাসীর ফুলেল শুভেচ্ছা ও ভালোবাসায়। মঙ্গলবার বিকেলে চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে নানা শ্রেণি-পেশার মানুষ সাকিবকে ভালোবাসায় সিক্ত করেন। একই অনুষ্ঠানে দেশের প্রথম কোনো খেলোয়াড় হিসেবে সাকিবের হাতে সম্মানসূচক ‘নগর চাবি’ তুলে দিয়েছেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।বিকেল পাঁচটায় স্টেডিয়ামে সাকিব আল হাসান প্রবেশ করার পর উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়। সংবর্ধনা অনুষ্ঠানে চট্টগ্রামের তরুণ ক্রিকেটারদের নানা প্রশ্নের জবাব দেন সাকিব।

ৎখেলায় ভালো করার মূলমন্ত্র জানতে জান এক ক্ষুদে ক্রিকেটার। সাকিবের পরামর্শ, ‘ডিসিপ্লিন থাকতে হবে। হাসিখুশি থাকতে হবে। টেনশন রাখা যাবে না।’। কোন টার্গেট নিয়ে সাকিব খেলতে নামেন কিনা- এমন প্রশ্নও ছিল। সাকিবের জবাব, ‘টার্গেট নিয়ে খুব বেশী চিন্তা করি না। মাথায় থাকে কিভাবে ইনিংসটাকে এগিয়ে নিতে পারি। দলের প্রয়োজনে কিছু না কিছু কন্ট্রিবিউশন করার চেষ্টা করি।’
চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার (সিজেকেএস) ক্রিকেট কমিটির উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে আ জ ম নাছির উদ্দীন বলেন, নিজ গুণে একটি প্রতিষ্ঠানে পরিণত হয়েছেন সাকিব। তার অসাধারণ পারফরমেন্সের কারণেই বাংলাদেশ বিশ্বকাপের মঞ্চে ভালো খেলেছে। তার প্রতি সারাদেশের মানুষের সঙ্গে চট্টগ্রামবাসীও কৃতজ্ঞ। তিনি বলেন, চট্টগ্রামের প্রতি, চট্টগ্রামের মানুষের প্রতি সাকিবের অগাধ ভালোবাসা আছে। চট্টগ্রামকে তিনি নিজের এলাকায়ই মনে করেন। দায়বদ্ধতার জায়গা থেকেই চট্টগ্রামবাসীর পক্ষ থেকে বিশ্ব বরেণ্য এ ক্রিকেটারকে নগর চাবি দিয়ে সম্মানিত করে চট্টগ্রামবাসীই সম্মানিত হলো
বক্তব্য রাখেন সংবর্ধনা কমিটির আহ্বায়ক ও সিজেকেএস ক্রিকেট কমিটির ভাইস চেয়ারম্যান আলী আব্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আবু হাসান সিদ্দিক, চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী, সিজেকেএস সাধারণ সম্পাদক আলমগীর সিরাজ উদ্দীন, সদস্য আব্দুল হান্নান আকবর প্রমুখ। অনুষ্ঠানে সাকিবের হাতে সিজেকেএস ও চট্টগ্রাম প্রেসক্লাবের এর পক্ষ থেকে ক্রেস্ট তুলে দেয়া হয়।

আপনার মতামত দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.