গাজীপুরে দাঁড়িয়ে থাকা কার্ভাডভ্যানের পেছনে পিকআপভ্যানের ধাক্কায় চালকসহ তিনজন নিহত হয়েছেন। সোমবার সকাল পৌনে ৯টার দিকে উপজেলার মাস্টারবাড়ির নান্দয়াইন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজন পিকআপ চালক এবং অপর দুইজন পিকআপের যাত্রী। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।
মেট্রোপলিটন সদর থানার ওসি সুমীর চন্দ্র সুত্রধর জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে বিকল হওয়া একটি কাভার্ডভ্যান দাঁড়িয়ে ছিল। অন্যদিকে একটি পিকআপভ্যান গাজীপুরের চৌরাস্তা থেকে ময়মনসিংহ যাচ্ছিল।
পথে নান্দয়াইন এলাকায় নিরিবিলি হোটেলের সামনে দাঁড়িয়ে থাকা ওই কাভার্ডভ্যানকে পেছন থেকে ধাক্কায় দেয় ওই পিকআপভ্যানটি। এতে ঘটনাস্থলেই পিকআপভ্যানচালকসহ তিনজন নিহত হন।
নিহতদের মরদেহ উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।