-- বিজ্ঞাপন ---

জাতীয় পাটির নতুন চেয়ারম্যান জিএম কাদের

0

জাতীয় পাটি চেয়ারম্যানে এরশাদের মৃত্যুর পর দলের হাল কে ধরবেন এ নিয়ে ছিল ব্যাপক জল্পনা-কল্পনা। কারন এরশাদের দু’স্ত্রী রওশন ও বিদিশা চেয়ারম্যান হওয়ার জন্য ছিলেন আগ্রহী। সব কিছুর অবসান ঘটিয়ে বৃহস্পতিবার চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন জিএম কাদের। দুপুরে পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয়ে তিনি এ দায়িত্ব গ্রহণ করেন। নতুন দায়িত্ব নিয়ে জিএম কাদের বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে এই মুহূর্তে আমার প্রথম কাজ বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানো। তিনি সারাদেশের নেতাকর্মীদের বনার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। জাতীয় পার্টিতে কোনো বিভেদ নেই । এসময় দলের নেতারা তাকে অভিনন্দন জানান। একই সাথ তাকে সবরকম সহযোগিতার আশ্বাস দেন।

আপনার মতামত দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.