জেসুসের জোড়া গোলে জয় পেলো ব্রাজিল
নিউজ ডেস্ক: আন্তর্জাতিক প্রীতিম্যাচে চেক প্রজাতন্ত্রকে হারিয়েছে ব্রাজিল। প্রথমে পিছিয়ে পরেও গ্যাব্রিয়েল জেসুসের জোড়া গোলে ৩-১য়ে জয় তুলে নেয় সেলেসাওরা। প্রাগোর ইডেন অ্যারিনাতে ম্যাচের ৩৭তম মিনিটে পিছিয়ে পরে ব্রাজিল। চেক প্রজাতন্ত্রের হয়ে গোল করেন ডেভিড পাভেলকা। ম্যাচের ৪৯তম মিনিটে গোলটি শোধ করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রবের্তো ফিরমিনো। ম্যাচের শেষ দিকে মাত্র সাত মিনিটের ভেলকিতে দারুন জয় তুলে নেয় অতিথিরা। ৮৩তম মিনিটে জেসুসের গোলে এগিয়ে যায় ব্রাজিল। আর ৯০ মিনিটে নিজের দ্বিতীয় গোলে স্কোর লাইন ৩-১ করেন জেসুস।
আগের ম্যাচে পানামার সঙ্গে ১-১ গোলে ড্র করে ধাক্কা খায় কোচ লিওনার্দো তিতে শিষ্যরা। ইউরোপের শক্তিধর দল চেক প্রজাতন্ত্রের বিপক্ষে এমন জয় কোপা আমেরিকার আগে ব্রাজিলের আত্মবিশ্বাস বাড়াবে। আগামী ১৪ জুলাই ঘরের মাঠে বলিভিয়ার বিপক্ষের ম্যাচ দিয়ে শুরু করবে ব্রাজিলের কোপা আমেরিকা মিশন। এর আগে আরো দুটি প্রস্তুতিমূলক ম্যাচ খেলার কথা রয়েছে ব্রাজিলের।