-- বিজ্ঞাপন ---

টুইট যুদ্ধে লিপ্ত ওবামা ও ট্রাম্প।

0

মার্কিন অর্থনীতির সাফল্যের দখল নিয়ে এক ধরনের টুইট যুদ্ধে লিপ্ত হয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ও বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার স্থানীয় সময় রাত ৯ টা ৪৫ মিনিট নাগাদ নিজের টুইটারে একটি ছবি পোস্ট করেন বারাক ওবামা। ছবিতে ক্যাপশন দেন, আজ থেকে ১১ বছর আগে প্রায় সবচেয়ে খারাপ সময়ে আমি ‘রিকোভারি অ্যাক্টে’ স্বাক্ষর করি। এক দশকেরও বেশি সময় ধরে কাজ করে অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং সর্বাধিক চাকরির পন্থা তৈরি করি। তার এই মন্তব্যে রেগে যান ট্রাম্প। তিনি দাবি করেন, তার কারণেই মার্কিন অর্থনীতিতে জোয়ার এসেছে। ট্রাম্প ক্যাম্পেইনের পক্ষ থেকে ফক্স নিউজকে যে বিবৃতি দেয়া হয়েছে সেখানেও ওবামার ওসব দাবিকে মিথ্যা বলে অভিহিত করা হয়। তাদের দাবি, ট্রাম্পের কারণেই আমেরিকার অর্থনীতিতে সফলতা এসেছে। পরে ওবামার টুইটের কড়া সমালোচনা করেন ট্রাম্প। টুইটারে তিনি লিখেন, ওবামা এখন ট্রাম্প প্রশাসনের মার্কিন অর্থনৈতিক সমৃদ্ধির সফলতার কৃতিত্ব নেয়ার চেষ্টা করছেন। সেই সঙ্গে তিনি আরও দাবি করেন, যুক্তরাষ্ট্রে তার সময়েই নাকি সবচেয়ে বেশি সংখ্যক লোককে চাকরি দেয়া হয়েছে। সূত্র: ইন্টারনেট

আপনার মতামত দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.