তুরস্কে ভুমিকম্পে মারা গেছে অন্তত ৯ জন। আহত হয়েছে ৩০ জনের মতো। নিউইয়র্ক টা্রাইমস সূত্র জানায়, রবিবার সকালে পশ্চিম ইরানের কাছাকাছি তুরস্কের ভান রাজ্যে ভুমিকম্পের উৎপত্তি হয়। যার মাত্রা ছিল ৫ দশমিক ৯। এটি বড় আঘাত হানে তুরস্কের ভান রাজ্যের গ্রামগুলোতে। এখানে শিশুসহ ৯ জনের মৃত্যুর ঘটনা সরকারীভাবে জানানো হয়। এখানকার ৫টি গ্রামে ভুমিকম্পের মাত্রা বেশি ছিল। লোকজন উদ্ধার কাজ শুরু করে ভুমিকম্পের পর পরই। তুরস্কের স্বাস্থ্যমন্ত্রী আঙ্কারাতে এক সাংবাদিক সম্মেলনে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। সরকার ক্ষতিগ্রস্তদের পাশে থাকবে বলে জানায় মন্ত্রী।### ২৩.২.২০২০