-- বিজ্ঞাপন ---

নতুন একটি ক্ষেপনাস্ত্র উদ্বোধন করলো ফিলিস্তিনিরা

0

 

নিজেদের অধিকার আদায়ে আর পিছপা হতে রাজী নন ফিলিস্তনিরা। ইসরাইলের সাথে অধিকার আদায়ের সংগ্রামও থামছে। এ সংগ্রাম করতে গিয়ে হাজার হাজার ফিলিস্তিনিকে মৃত্যুর মূখে পতিত হতে হয়েছে। ফিলিস্তিনিদের জন্য একটি সুখবর হলো, ফিলিস্তিন প্রতিরোধ আন্দোলন ‘আল মুকাভিমা আশ শা’বিয়া’র সামরিক শাখা ‘নাসের সালাউদ্দিন ব্রিগেড’ একটি নতুন ক্ষেপনাস্ত্র উদ্বোধন করেছে। সংগঠনটির ১৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নয়া ক্ষেপনাস্ত্র উদ্বোধন করা হয়। এটির নাম ‘আইকিউ- টুয়েন্টি ফাইভ’। সংগঠনটির একজন শহীদের নামের আদ্যক্ষর অনুযায়ী এর নামকরণ করা হয়েছে বলে জানা গেছে। নাসের সালাউদ্দিন ব্রিগেড জানিয়েছে, নয়া ক্ষেপনাস্ত্রটির পাল্লা হচ্ছে ২৫ কিলোমিটার এবং এটি অত্যন্ত নিখুঁত ভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানাতে সক্ষম। ফিলিস্তিনের ‘আল মুকাভিমা আশ শা’বিয়া’ এক বিবৃতিতে বলেছে ফিলিস্তিন মুক্ত না হওয়া পর্যন্ত প্রতিরোধ সংগ্রাম অব্যাহত থাকবে। মার্কন ‘ডিল অব দ্য সেঞ্চুরি’ ফিলিস্তিনিদের স্বপ্ন ধ্বংসের চক্রান্ত এবং তা কোন কাজে আসবেনা। একইসঙ্গে তারা গাজা অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত প্রতি শুক্রবারের বিক্ষোভ অব্যাহত রাখারও ঘোষনা দিয়েছে।

আপনার মতামত দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.