-- বিজ্ঞাপন ---

পাকিস্তান কম্যান্ডো মোতায়েন করেছে

0

নিজেকে ‘কাশ্মীরের দূত’ বলে সোমবারই উল্লেখ করেছেন ইমরান খান। তার ২৪ ঘণ্টার মধ্যেই  নিয়ন্ত্রন রেখা বরাবর পাক সেনার স্পেশাল সার্ভিস গ্রুপ (এসএসজি)-এর কম্যান্ডো মোতায়েনের খবর পেয়েছে ভারতীয় সেনা। প্রায় ১০০ এসএসজি কমান্ডোর গতিবিধি নজরে আসতেই তাদের উপর কড়া নজরদারি চালাচ্ছে তারা। কী কারণে কম্যান্ডো মোতায়েন করল পাকিস্তান, তা নিয়ে ভারতীয় সেনার অভ্যন্তরে খোঁজখবর নেওয়া শুরু হয়েছে।

ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ রদের পর থেকেই নিয়ন্ত্রণরেখায় পাকিস্তানের দিক থেকে উত্তেজনা বেড়েছে। অস্ত্রবিরতি চুক্তি লঙ্ঘন করে পাক সেনার গোলাবর্ষণ প্রায় রুটিন হয়ে দাঁড়িয়েছে টাংধর, কেরনের মতো সেক্টরে। পাল্টা জবাব দিচ্ছে ভারতীয় সেনাও। ফলে দু’দিন আগেই কুপওয়াড়ায় কম্যান্ডো মোতায়েন করেছিল ভারত। এ বার পাকিস্তানও কম্যান্ডো মোতায়েন করায় নিয়ন্ত্রণরেখায় উত্তেজনা আরও বাড়তে পারে বলেই মনে করছেন ওয়াকিবহাল শিবির।

তার মধ্যেই নানা সূত্রে ভারতীয় সেনা খবর পেয়েছে, জইশ-ই-মহম্মদ-সহ একাধিক জঙ্গি গোষ্ঠীর সঙ্গে মিলে ভারতীয় সেনা পোস্ট ঘিরে হামলার পরিকল্পনা করছে পাকিস্তানের বর্ডার অ্যাকশন টিম (ব্যাট)। সেই পরিকল্পনার অঙ্গ হিসেবেই কম্যান্ডো মোতায়েন কি না, তা নিশ্চিত হওয়ার চেষ্টা করছেন সেনার গোয়েন্দারা। নিয়ন্ত্রণরেখা বরাবর কম্যান্ডোদের উপস্থিতি নজরে আসতেই তাদের গতিবিধির উপর কার্যত ২৪ ঘণ্টাই নজর রেখেছে ভারতীয় সেনা। (সূত্র..আনন্দবাজার)

আপনার মতামত দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.