-- বিজ্ঞাপন ---

পাকিস্তান সেনাবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত: নিহত ২

0

পাকিস্তান সেনাবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে দুইজন নিহত হয়েছেন। আজ সোমবার নিয়মিত প্রশিক্ষণ চলাকালে গুজরাটের কাছে বিমানটি বিধ্বস্ত হয়।

নিহতদের একজন প্রশিক্ষণ পাইলট মেজর উমের এবং অপরজন শিক্ষানবিস লে. ফিয়াজান। পাক সেনাবাহিনীর জন সংযোগ বিভাগ আইএসপিআরের বিবৃতিতে বিমান বিধ্বস্ত হওয়ার কারণ উল্লেখ করা হয় নি। প্রশিক্ষণ বিমানটি পাকিস্তান অ্যারোনটিক্যাল কমপ্লেক্স বা পিএসি’র তৈরি মুশক (দক্ষ) বলে জানা গেছে। এটি সাব সাফারি বিমানের উন্নত সংস্করণ।

এদিকে এক মাসের একটু বেশি সময়ের মধ্যে এ নিয়ে পাকিস্তানে দু’টি সামরিক বিমান বিধ্বস্ত হলো। মার্চের ১১ তারিখে একটি এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় পাইলট উইং কমান্ডার নোমান আকরামের নিহত হন। ২৩ মার্চ পাকিস্তান দিবসকে সামনে রেখে বিমান-কুচকাওয়াজের মহড়া চলাকালে রাজধানী ইসলামাবাদের কাছে বিধ্বস্ত হয় এটি।

অবশ্য, পরে করোনার প্রকোপ দেখা দেয়ায় চলতি বছর পাকিস্তান দিবসের সব অনুষ্ঠান বাতিল করা হয়ে

আপনার মতামত দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.