আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের হাতে ফ্রান্স থেকে রাফাল যুদ্ধবিমান আসতে শুরু করছে। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, ফ্রান্স থেকে প্রথম রাফাল যুদ্ধবিমানটি গ্রহন করেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। তিন দিনের ফ্রান্স সফররত রাজনাথ এদিন রাফাল গ্রহণের পর বলেছেন ভারত-ফ্রান্স সম্পর্কে এ ঘটনা নতুন দিগন্ত উন্মোচন করল। রাজনাথ বলেন, “রাফাল বিমান নির্ধারিত সময়ে পেয়ে আমি খুশি, আমার দৃঢ় বিশ্বাস এই বিমান আমাদের বিমানবাহিনীকে আরও শক্তিশালী করবে। আমি আশা করি দুটি বৃহৎ গণতন্ত্রের মধ্যে সহযোগিতা সর্বক্ষেত্রেই বৃদ্ধি পাবে।”
মোট ৩৬টি রাফাল যুদ্ধবিমান পাওয়ার কথা ভারতের। প্রথম রাফালটি নিতে প্যারিসের মেরিন্যাক বিমান ঘাঁটিতে পৌঁছান প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। এরপর দাসোর ফ্যাক্টরিতে যান তিনি। ভারতীয় কায়দায় পুজোর মাধ্যমে হস্তান্তর প্রক্রিয়া শুরু হয় রাফালের। যুদ্ধবিমানের ককপিটেও বসে রাজনাথ এটির শোডাউন করেন। প্রথম রাফালের নাম আরবি-০০১। আরবি-র পুরো অর্থ রাকেশ ভাদোরিয়া। যিনি ভারতের বর্তমান বিমান বাহিনী প্রধান।
চুক্তিতে উল্লেখযোগ্য ভূমিকা থাকার কারণেই তাঁকে এই সম্মান দিল দাসো। ২০১৫ সালে ফ্রান্সের সঙ্গে চুক্তি হয় ভারতের। ২০১৬ সালের সেপ্টেম্বর মাসে ভারত ফ্রান্সের কাছ থেকে ৩৬টি রাফাল বিমানের অর্ডার চুড়ান্ত করে। যার দাম পড়ে ৫৯ হাজার কোটি টাকা। মঙ্গলবার রাফাল বিমান সরকারি ভাবে হাতে তুলে দেওয়া হলেও প্রথম চারটি রাফাল বিমান ভারতে উড়ে আসবে ২০২০ সালের মে মাসে। ভারতীয় বিমান বাহিনী ইতিমধ্যেই প্রয়োজনীয় পরিকাঠামো প্রস্তত করে ফেলেছে, পাইলটদের প্রশিক্ষণও সম্পন্ন করা হয়েছে।
এই বিমানগুলি রাখা হবে ভারতের আম্বালা বিমানঘাঁটিতে। যা কৌশলগতভাবে ভারতের জন্য অতীব গুরুত্বপূর্ণ বলে জানা গেছে। এখান থেকে ভারত-পাক সীমান্ত ২২০ কিলোমিটার দূরে। রাফালের দ্বিতীয় স্কোয়াড্রন রাথা হবে পশ্চিমবঙ্গের হাসিমারায়। রাফাল বিমান এই এলাকার ভারতের আকাশ শক্তি বাড়াবে। বর্তমান যুগে এগুলো আধুনিক যুদ্ধ বিমান বলে সুত্র জানায়।
সংশ্লিষ্ট সংবাদ