চট্টগ্রাম,(০৬ সেপ্টেম্বর, ২০১৯ ইং): তুরস্কের ভিসার আবেদন করতে বাংলাদেশী পাসপোর্টসহ ঢাকা যাওয়ার পথে নগরীর পাহাড়তলী আকবরশাহ এলাকা থেকে পুলিশের হাতে গ্রেফতার হয়েছে তিন রোহিঙ্গা যুবক।গ্রেফতারকৃতরা হচ্ছে, মো. ইউসুফ (৩০) ও তার ভাই মো: মুসা (২০) এবং মো: আজিজ (২১)।বৃহস্পতিবার রাতে নগরীর সিডিএ এক নম্বর রোড থেকে তাদের গ্রেফতার করে পুলিশ ।
পুলিশ জানায়, ২০১৭ সালের আগস্টে মিয়ানমারে সহিংসতা শুরুর পর তারা পরিবারসহ পালিয়ে কক্সবাজার সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। ইউসুফ ও মুসার পরিবার থাকে কক্সবাজারের উখিয়া উপজেলার থাইংখালী এলাকায় ১৪ নম্বর ক্যাম্পের ব্লক-বি-২ এ। আর আজিজের পরিবার থাকে একই ক্যাম্পের ব্লক-এফ-৬ এ।
আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান চৌধুরী বলেন, সন্দেহজনক গতিবিধি দেখে সিডিএ এক নম্বর রোডে তিন যুবককে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য তাদের থানায় নিয়ে আসে।তারা তিনজনই স্বীকার করেন, মিয়ানমার থেকে বাংলাদেশে এসেছেন এবং দালালের মাধ্যমে পাসপোর্ট করিয়েছেন। বাংলাদেশে আশ্রয় নেওয়ার পর তারা নোয়াখালীর সেনবাগ উপজেলার একটি ঠিকানা ব্যবহার করে জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করে। নোয়াখালী জেলা পাসপোর্ট ও ভিসা অফিস থেকে পাসপোর্ট সংগ্রহ করে তারা।এরপর তারা তুরস্কের ভিসা আবেদনের জন্য ঢাকায় যাচ্ছিলেন। তাদের বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা হয়েছে।
## শহীদ, চট্টগ্রাম, ০৬.০৯.২০১৯ ইং।