কুইক মাল্টিমিডিয়া প্রযোজিত ‘শান’ ছবির শুটিং প্রায় ৩০ ভাগ শেষ হয়েছে। ছবিতে অভিনয় করছেন সিয়াম, পূজা চেরি, তাসকিন রহমান প্রমুখ।
গানটি লিখেছেন রাহুল, সুর ও সঙ্গীত করছেন স্টিভি। ছবিতে ছয়টি গান থাকছে। টাইটেল গানটি নোবেল করছেন। এটি একটি রক ঘরানার গান।
সারেগামাপা খ্যাত বাংলাদেশি সঙ্গীশিল্পী মাঈনুল ইসলাম নোবেল এবার বাংলাদেশের একটি ছবিতে গান গাইবেন। পরিচালক এম রহিম–র পরিচালিত ছবি ‘শান’–র টাইটেল গানে কণ্ঠ দেবেন তিনি। এবারই প্রথম বাংলাদেশের ছবিতে গাইবেন নোবেল।