বিয়ে নিয়ে মুখ খুললেন জয়া আহসান
নিউজ ডেস্ক: বিয়ে নিয়ে মুখ খুললেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। সেই সঙ্গে বললেন প্রেম বিষয়ক নানা কথাবার্তাও। ভারতের প্রভাবশালী গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস তাদের বিনোদন ও লাইফস্টাইলভিত্তিক ম্যাগাজিন ‘ইনডালজ’-এ জয়া আহসানকে নিয়ে ১৫ই মার্চ একটি প্রতিবেদন প্রকাশ করে। এই প্রতিবেদনে জয়ার অভিনয়ের পাশাপাশি ওঠে আসে তার ব্যক্তিজীবনের কিছু প্রসঙ্গ। সেখানেই জয়া প্রেম করছেন না এবং প্রেম করার মতো সময় নেই বলে জানান। প্রেমের সময় নেই, তাহলে কি বিয়ের কথা ভাবছেন না অভিনেত্রী? পছন্দের কেউ কি তবে নেই? প্রতিবেদকের এমন প্রশ্নের জবাবে জয়া বলেন, এখন পর্যন্ত না। বিয়ে পরেও করা যাবে। এত দ্রুত আমি ঘরোয়া পরিবেশে নিজেকে বন্দি করতে চাচ্ছি না।