দুবাই এ স্কুল, কলেজ বন্ধ ঘোষনা করা হয়েছে। গত দু’দিন ধরে থেমে থেমে ভারী বর্ষন অব্যাহত থাকায় শিক্ষা মন্ত্রণালয় এ সিদ্ধান্ত নিয়েছে। দুবাইয়ে বিভিন্ন জায়গায় গড়ে ৪২ থেকে ৪৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। অনেক স্থানে পানি জমে বন্যার আকার ধারন করেছে। ফলে বৃষ্টিতে ভেসে গেলো দুবাই। সাধারনত দুবাইয়ে বৃষ্টি তমন একটা হয় না বললে চলে। কিন্ত যখন হওয়া শুরু করে তখন যেন সবকিছু ভাসিয়ে নিয়ে যায়। সোমবার দুবাইতে প্রচুর পরিমানে বৃষ্টি হয়। এ বৃষ্টির শিরোনামও হয় বিভিন্ন গণমাধ্যমে।মধ্যপ্রাচ্যের দৈনিক ‘খালিজ টাইমস’ উল্লেখ করে, রবিবার থেকে বৃষ্টি শুরু হলে আবহাওয়ার বিষয়টি জনসাধারনকে জানিয়ে দেয়া হয়। সোমবার দুবাই এর ফুজিরাতে হেবি বৃষ্টি হয়েছে। যার কারনে রাস্তায় পানি জমে গেছে। সাধারন মানুষের চলাফেরা করতে অসুবিধায় পড়তে হয়। প্রশাসন ইতিমধ্য যারা গাড়ী চালাচ্ছে তাদের সাবধানতা অবলম্বন করে কিছু নির্দেশনা দিয়েছে।