মেহবুবার সাথে দেখা করার অনুমতি পেয়েছে মেয়ে ইলতিজা প্রতিবেদকঃ নিজস্ব প্রতিবেদক প্রকাশকালঃ সেপ্টেম্বর ৫, ২০১৯ ৬:৩৬ অপরাহ্ণ 0 শেয়ার কাশ্মির কন্যা বলে খ্যাত মেহবুবা মুফতির সাথে দেখা করার জন্য অনেক দিন ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছিল তার কন্যা ইলতিজা। কিন্ত অনুমতি মিলছিল না। শেষ পর্যন্ত আদালতে দ্বারস্থ হতে হলো। ৩৭০ ধারা বিলোপের পর থেকেই জম্মু-কাশ্মির কার্যত অবরূদ্ধ। কাশ্মির নিয়ে কেন্দ্রের হঠাৎ বিজেপি সরকারের এ ধরনের সিদ্ধান্ত প্রথম থেকেই ভালো চোখে দেখেনি অনেকেই। কাশ্মিরের নেতা ওমর আবদুল্লা থেকে মেহবুবা মুফতি সকলেই গৃহবন্দি হয়েছেন। এক মাসের বেশি পেরিয়ে গেছে। তারমধ্যে একদিনও দেখা করতে পারেনি মেহবুবা মুফতি কন্যা ইলতিজা। তবে সুপ্রিম কোর্ট জানিয়েছে মেহবুবাকন্যা তার মায়ের সাথে দেখা করতে পারবে।শীর্ষ আদালত বৃহস্পতিবার জানিয়েছে, ইলতিজা শ্রীনগর যেতে পারেন তার মা ও প্রাক্তন জম্মু ও কাশ্মির নেতা মেহবুবা মুফতির সাথে দেখা করতে। যিনি বিগত এক মাসের বেশি সময় ধরে গৃহবন্দি রয়েছেন। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে শুনানির সময় অ্যাটর্নি জেনারেল বলেছেন, মেহবুবা মুফতির পরিবারের অন্য সদস্যরা তার সাথে দু’বার দেখা করেছেন তাই ইলতিজাও ডিসট্রিক্ট ম্যাজিস্ট্রেটের থেকে অনুমতি নিয়ে তার মায়ের সাথে অনায়াসেই দেখা করতে পারতেন। এই মন্তব্যের পরই তাকে অনুমতি দেওয়া হয়।অ্যাটর্নি জেনারেল কেকে ভেনুগোপাল রাও সুপ্রিম কোর্টকে আরও জানিয়েছেন যে, মেহবুবা মুফতির মা ও বোন এখনও পর্যন্ত দু’বার তার সাথে দেখা করে গেছেন। এই প্রসঙ্গে সলিসিটর জেনারেল তুষার মেহতা আরও বলেন যে, এই পিটিশনের নেপথ্যে নিশ্চয় অন্য কোন উদ্দেশ্য আছে। দিন পনেরো আগে এসবের মাঝেই মেহবুবাকন্যা ইলতিজা মুফতি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-কে চিঠি লিখেছিলেন। যেখানে তার স্পষ্ট বক্তব্য ছিল, মিডিয়াতে আবারও মুখ খুললে ভয়ানক পরিণতির সম্মুখীন হতে হবে, বারবার এই হুমকি আসছে তার কাছে। 0 শেয়ার FacebookTwitterGoogle+ReddItWhatsAppPinterestই-মেইল