-- বিজ্ঞাপন ---

মোটা হওয়ায় নিত্য অপমান স্বামীর, ডিভোর্সের আবেদন স্ত্রীর

0

ভারতের উত্তরপ্রদেশে মোটা হওয়ায় প্রতিনিয়ত কটাক্ষ করেন স্বামী। এমন অভিযোগে বিবাহ বিচ্ছেদের মামলা দায়ের করেছেন এক নারী। উত্তরপ্রদেশের গাজিয়াবাদের বাসিন্দা ২৭ বছরের ওই নারীর অভিযোগ, তাকে সব সময় মোটা বলে মানসিকভাবে অত্যাচার করেন তার স্বামী। ইতিমধ্যে ওই নারীর অভিযোগ গ্রহণ করেছেন অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। ২০১৪ সালে মেরঠে বিয়ে হয় বিজনরের মেয়েটির। সফটওয়্যার ইঞ্জিনিয়ার স্বামী নয়ডার একটি আন্তর্জাতিক কোম্পানিতে কাজ করেন। ২০১৬ সাল থেকে ইন্দ্রপুরমের একটি ফ্ল্যাটে থাকা শুরু করেন এই দম্পতি। প্রথম প্রথম তার স্বামী কোনও অপমানজনক কথা বলতেন না। গাজিয়াবাদে যাওয়ার পর থেকেই নানা সোশ্যাল গ্যাদারিং বা পার্টিতে যেতে হত তার স্বামীকে। কিন্তু তিনি স্ত্রীকে কোথাও নিয়ে যেতেন না বলে অভিযোগ। অত্যন্ত মোটা হওয়ার জন্যই তিনি এমনটা করতেন বলে অভিয়োগ। ওই নারীর আরও অভিযোগ, বেশি ওজনের জন্য অনেক সময় বাইরের লোকের সামনেও স্বামী তাকে অপমানজনক কথা বলতেন।কটাক্ষ করতেন ফিটনেস নিয়ে। এছাড়াও স্বামী জোর করে মদ্যপানেও বাধ্য করতেন কিন্তু তা না করলে পেটাতেন বলে অভিযোগ করেন ওই নারী।

আপনার মতামত দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.