-- বিজ্ঞাপন ---

মোদিকে হুমকি দেওয়া পাকিস্তানের অভিনেত্রী পিরজাদা বিপাকে

0

কিছুদিন আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অজগর সাপ উপহার দেওয়ার হুমকি দিয়েছিলেন পাকিস্তানের অভিনেত্রী পপশিল্পী রবি পিরজাদা। মোদিকে হুমকি দেওয়া নিয়ে উত্তেজনাও ছড়িয়েছিল। এবার সেই অভিনেত্রী বিপাকে পড়েছেন। তাঁকে তলব করেছে পাকিস্তানের বন্য প্রাণী অধিকার কর্তৃপক্ষ। এ জন্য তাঁর সাজাও হতে পারে। পাকিস্তানের জিও টিভির খবরে বলা হয়েছে, পাঞ্জাবের বন্য প্রাণী সংরক্ষণ ও উদ্যানের মহাপরিচালক লে. (অব.) সোহেল আশরাফ বলেছেন, আইন অমান্য করার অভিযোগে রবি পিরজাদাকে দুই বছরের সাজা ভোগ করতে হতে পারে। তাঁকে গত শনিবার আইনি নোটিশ পাঠানো হয়েছে। তবে রবি পিরজাদা নোটিশ পাওয়ার কথা অস্বীকার করেছেন।

সাপ দেখিয়ে মোদীসহ ভারতীয়দের হুমকি পাক অভিনেত্রীরকাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপের পর থেকেই গোটা দেশ জুড়ে বিতর্ক শুরু হয়ে যায়। কাশ্মীর থেকে ৩৭০ ধারা কেন বিলোপ করা হয়েছে। এবার তা নিয়ে প্রশ্ন তুললেন পাকিস্তানি অভিনেত্রী রবি পিরজাদা। সাপ এবং কুমির নিয়ে ভারতীয়দের উপর আক্রমণের হুমকি দিলেন রবি। কাশ্মীর থেকে কেনো ৩৭০ ধারা বিলোপ করা হয়েছে? সাপ এবং কুমিরগুলোকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য উপহার পাঠাবেন বলেও হুমকি দেন পাকিস্তানের এই গায়িকা অভিনেত্রী। পাশাপাশি কাশ্মীরকে তারা কিছুতেই ছিনিয়ে নিতে দেবেন না বলেও ভারতীয়দের সাবধান করে দেন এই অভিনেত্রী। পাক অভিনেত্রী বলেন, ভারতের সীমান্তে গিয়ে এই সাপ এবং কুমিরগুলো তিনি ছেড়ে দিয়ে আসবেন। ভারতীয়রা যেন কাশ্মীর নিয়ে বেশি বাড়াবাড়ি না করেন সে বিষয়েও আলটপকা মন্তব্য করেন রবি পীরজাদা। ভারতীয়রা যাতে এবার নরকে যাওয়ার জন্য তৈরি হয়ে যান। সেই কথাও ভিডিওতে বলতে শোনা যায় রবি পীরজাদাকে।

Posted by Mannan Mehedi on Wednesday, September 4, 2019

 

অজগর, কুমিরসহ সরীসৃপ প্রাণীকে পোষ্য হিসেবে রাখার অভিযোগ উঠেছে রবি পিরজাদার বিরুদ্ধে। অজগরসহ সরীসৃপ প্রাণীগুলোকে নিজের বিউটি পারলারে রাখতেন ওই পপশিল্পী। কোনো কারণে অভিনেত্রী রবি পিরজাদার এমন ধরনের উদ্ভট শখ, তা অবশ্য জানা যায়নি। তবে বন্য প্রাণীদের এভাবে পোষ্য বানিয়ে রাখা পাকিস্তানের আইনে অপরাধ। আর সে জন্যই বন্য প্রাণী সংরক্ষণ আইন লঙ্ঘনের অভিযোগ তুলে পাঞ্জাব ওয়াইল্ড লাইফ প্রোটেকশন এবং পার্কস ডিপার্টমেন্ট রবি পিরজাদার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছিল। এর পরই তাঁর প্রতি কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে। নোটিশের জবাবের ওপর নির্ভর করছে তাঁর পরবর্তী আইনি প্রক্রিয়ার কার্যক্রম। বন্য জীবন সংরক্ষণ আইন লঙ্ঘনের অভিযোগে রবি পিরজাদাকে দুই থেকে তিন বছরের সাজা ভোগ করতে হতে পারে। একই সঙ্গে ২০ হাজার পাকিস্তানি রুপিও জরিমানা গুনতে হতে পারে।

আপনার মতামত দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.