-- বিজ্ঞাপন ---

রোটারীয়ান জসিম এ্যাসিসট্যান্ট গভর্নর মনোনীত

0

রোটারী ক্লাব অব চিটাগাং রয়েলস এর প্রতিষ্ঠাতা সভাপতি জসিম উদ্দিন চৌধুরী রোটারী জেলা-৩২৮২ এর কর্ণফুলি জোনের এ্যাসিসট্যান্ট গভর্নর মনোনীত হয়েছেন। নির্বাচিত রোটারী জেলা গর্ভনর রোটারীয়ান বেলাল উদ্দিন আহমেদ ২০২০-২১ সালের অন্যান্য এ্যাসিসট্যান্ট গর্ভনরদের সাথে তাকেও মনোনয়ন দেন। রোটারীয়ান জসিম উদ্দিন চৌধুরী একজন সমাজসেবক ও ব্যবসায়ী। তিনি রাঙ্গুনিয়ার কৃতি সন্তান। চট্টগ্রাম প্রেস ক্লাবের আজীবন সদস্যসহ অনেক সামাজিক সংগঠনের সাথে জড়িত।
রোটারীয়ান জসিমের এই প্রাপ্তিতে রোটারী ক্লাব অব চিাটাগাং রয়েলস এর পক্ষ থেকে এক সম্বর্ধনা সভার আয়োজন করা হয়। গত সোমবার নগরীর একটি রেষ্টুরেন্টে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি রোটারীয়ান জামাল উদ্দিন আহমেদ। প্রধান অতিথি ছিলেন প্রাক্তন জেলা গভর্নর রোটারীয়ান অধ্যাপক তৈয়ব চৌধুরী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ক্লাবের নির্বাচিত সভাপতি রোটারীয়ান কাজী আবুল মনসুর, ক্লাবের সচিব রোটারীয়ান মামুনুর রশিদ, ক্লাব সদস্য রোটারীয়ান কাজী ইকবালুর রহমান, ক্লাব সদস্য রোটারীয়ান গিয়াস উদ্দিন, ক্লাব সদস্য রোটারীয়ান মোহাম্মদ আবসার উদ্দিন, ক্লাব সদস্য রোটারীয়ান সুজন কান্তি ঘোষ প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে প্রাক্তন জেলা গর্ভনর অধ্যাপক তৈয়ব চৌধুরী আগামী দিনে রোটারীয়ান জসিম উদ্দিন রোটারী অঙ্গনে আরও সক্রিয় ভুমিকা রাখবেন বলে উল্লেখ করে বলেন, রোটারী জগতে প্রবেশের পর থেকে রোটারীয়ান জসিম উদ্দিন তার কর্মদক্ষতা দিয়ে অনেকের মন জয় করে নিয়েছে। রোটারীয়ান জসিম রোটারী ক্লাব অব চিটাগাং রয়েলস এর প্রতিষ্ঠাতা সভাপতি। তাঁর নেতৃত্বে ক্লাবটি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। রোটারীর এ্যাসিসট্যান্ট গর্ভনরদের মধ্যেও তিনি হিসেবে সফল হবেন।
রোটারীয়ান জসিম উদ্দিন চৌধুরী আগামীতে রোটারীর উন্নয়নে ক্লাবের পাশাপাশি জেলার দায়িত্বেও সক্রিয় থাকবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। তাকে সম্বর্ধনার দেয়ার জন্য তিনি ক্লাবের সকল সদস্যদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।### ২৫.২.২০২০

আপনার মতামত দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.