যুক্তরাষ্ট্রের ‘ওয়েভ ৩ নিউজ’ চ্যানেলের সাংবাদিক সারা রিভেস্ট-এর অভিযোগে ভিত্তিতে পুলিশের হাতে ধরাও পড়েছেন ওই ব্যক্তি। রাস্তায় ক্যামেরা সামনে প্রতিবেদন পেশ করছিলেন সারা। কয়েক সেকেন্ড পরেই পিছনে কালো চশমা পরা এক ব্যাক্তিকে দেখা যায় মুখভঙ্গি করতে। তা দেখতে পাননি সারা। প্রথমে ফ্রেম থেকে বেরিয়ে গেলেও কিছুক্ষণ পর ফের ফিরে আসেন ওই ব্যক্তি। এবার আর মুখভঙ্গি নয়, সরাসরি সারার গালে চুমু খেতে যান। সারা রিভাস্ট বিষয়টি নিয়ে টুইটারে নিজের অনুভুতি ব্যক্ত করেন। বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে সারা রিভাস্ট এর চুমু খাওয়ার বিষয়টি উঠে আসে।
Hey mister, here’s your 3 seconds of fame. How about you not touch me? Thanks!! pic.twitter.com/5O44fu4i7y
— Sara Rivest (@SRivestWAVE3) September 20, 2019
সঙ্গে সঙ্গে সারা সরে গিয়ে সামলে নেন। ঘটনার আকস্মিকতায় কিছুটা অপ্রস্তুত হলেও বুদ্ধিদীপ্তভাবে বিষয়টিকে সামলে নেন সারা। তবে তিনি হাসি চাপতে পারেননি। সারার লাইভ চলতে চলতে, হঠাৎই কেনটাকি উত্সবরে ভিডিও দেখানো শুরু হয়ে যায়। এই উত্সবই কভার করতে গিয়েছিলেন সারা। তবে কয়েক সেকেন্ড পরেই ক্যামেরা আবার সারার লাইভে ফিরে আসে। তারপর সারা অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগও দায়ের করেন। পুলিশ বুধবার অভিযুক্তকে ধরে ফেলে। জানা গিয়েছে অভিযুক্তের নাম এরিক গুডম্যান। এরিকের বিরুদ্ধে যা অভিযোগ তা প্রমাণিত হলে ৯০ দিনের জেল বা ২৫০ ডলার (ভারতীয় মুদ্রায় ১৭ হাজার ৬২৬ টাকা) জরিমানা হতে পারে। (সূত্রঃ সারা রিভাস্ট এর টুইটার থেকে)