-- বিজ্ঞাপন ---

সিরিয়ায় রুশ বাহিনীর হামলায় ৩৪ তুরস্কের সৈন্য নিহত, দাবি যুক্তরাষ্ট্রের

0

তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সিরিয়ার ইদলিবে যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে সামনে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। এবার সিরিয়ায় রুশ বাহিনীর হামলাতেই ৩৪ জন তুর্কি সেনা নিহত হন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।

গত মাসের মাঝামাঝি সময়ে সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ইদলিবে বিদ্রোহীদের বিরুদ্ধে জোরালো অভিযান শুরু করে দেশটির সরকারি বাহিনী। এ ক্ষেত্রে তাদের সমর্থন দেয় রাশিয়া। অন্য দিকে শরণার্থী সমস্যার কারণে এই অভিযানের বিরোধিতা করে তুরস্ক। আর তাতে তুর্কিদের প্রতি সমর্থন জানায় যুক্তরাষ্ট্র। একপর্যায়ে উভয়পক্ষই তুমুল সঙ্ঘাতে জড়িয়ে পড়ে। এমন অবস্থায় গত ২৮ ফেব্রুয়ারি রাতে ইদলিবে তুর্কি সেনাদের ওপর বিমান হামলা চালানো হয়। ভয়াবহ এই বিমান হামলায় নিহত হন ৩৪ জন তুর্কি সেনা।

শুরু থেকেই এ হামলার জন্য সিরিয়ার ক্ষমতাসীন প্রেসিডেন্ট বাশার আল আসাদের বাহিনীকে দায়ী করা হচ্ছে। তবে এবার চাঞ্চল্যকর এক দাবি করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। সূত্র : মিডল ইস্ট মনিটর

আপনার মতামত দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.