বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব সৈয়দা সরওয়ার জাহানকে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এর চেয়ারম্যান নিযুক্ত করা হয়েছে। এর আগে তিনি তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে ছিলেন। ব্যক্তিগত জীবনে অত্যন্ত সৎ ও দক্ষ কর্মকর্তা হিসেবে পরিচিত সৈয়দা সরওয়ার জাহান চট্টগ্রামের সন্তান। তিনি চট্টগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা থাকাকালে বিপুল সংখ্যক অবৈধ ভুমি উদ্ধার করে জেলা পরিষদের উন্নয়নে ব্যাপক ভুমিকা রাখেন। এছাড়া তিনি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের ম্যাজিস্ট্রেট হিসেবে চট্টগ্রামের উন্নয়নে কাজ করেন। সৈয়দা সরওয়ার জাহান চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার হিসেবেও দায়িত্ব পালন করেন।
বাংলাদেশের মানুষ সর্বক্ষেত্রে যাতে নিরাপদ খাদ্য গ্রহন করতে পারে তার জন্য প্রচেষ্টা চালিয়ে যাবেন বলে অভিমত ব্যক্ত করেন। আগামি কয়েকদিনের মধ্যে তিনি এ পদে যোগ দেবেন।###
পূর্ববর্তী সংবাদ