করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নিউইয়র্কে বাংলাদেশি ফটো সাংবাদিক এ হাই স্বপন মারা গেছেন।
স্থানীয় কুইন্স হাসপাতালে সোমবার দুপুর ১২টা ৫০ মিনিটে (বাংলাদেশ সময় রাত ১০টা ৫০ মিনিটে) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
বাংলাদেশি সাংবাদিক আব্দুর রহিম তার নিজের ব্যক্তিগত ফেসবুকে এ তথ্য শেয়ার করেছেন।
স্বপন বাংলাদেশের সংবাদপত্র দৈনিক মানবজমিনে কাজ করতেন। তিনি কিডনি জটিলতায় ভুগছিলেন এবং শিগগিরই তার ভারতে গিয়ে কিডনি প্রতিস্থাপনের কথা ছিল।
স্বপনের চিকিৎসার জন্য বাংলাদেশের সাংবাদিকরা সামান্য অর্থ সংগ্রহ করেছিলেন বলে জানান আব্দুর রহিম। #ইউএনবি