--- বিজ্ঞাপন ---

যুবরাজের ‘বিশেষ বার্তা’ নিয়ে পাকিস্তানে সৌদি মন্ত্রী

0
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সাথে বৈঠকের আগে সৌদি আরবের পররাষ্ট্র প্রতিমন্ত্রী আদেল আল জুবায়ের।

ডেস্ক: সৌদি আরবের পররাষ্ট্র প্রতিমন্ত্রী আদেল আল জুবায়ের বৃহস্পতিবার পাকিস্তান সফর করেছেন। সফরকালে তিনি প্রধানমন্ত্রী ইমরান খান পররাষ্ট্র মন্ত্রী শাহ মাহমুদ কোরেশির সাথে বৈঠক করেছেন।

পাকিস্তানে ইংরেজী দৈনিক দ্য ডন জানিয়েছে, প্রধানমন্ত্রী ইমরান খানের সাথে সৌদি মন্ত্রীর বৈঠকে পাকিস্তান-ভারত সম্প্রতিক উত্তেজনা নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া এই অঞ্চলে উভয় পক্ষের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়েও কথা বলেছে বৈঠকে। বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশীসহ শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রীর সাথেও পৃথক বৈঠক করেছেন সৌদি মন্ত্রী।

বৃহস্পতিবারের বৈঠকে ভারতের সাথে পাকিস্তানের সমস্যা শান্তিপূর্ণ উপায়ে নিরসনের পক্ষে সৌদি আরবের অবস্থানের কথা উল্লেখ করেন আদেল আল জুবায়ের।

সৌদি যুবরজের বিশেষে নির্দেশনায় সৌদি পররাষ্ট্র মন্ত্রীর এই সফর। গত সপ্তাহে এই সফরের ঘোষণা দেয়ার সময় পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রী সংবাদ মাধ্যমকে জানিয়েছিলে যে, সৌদি যুবরাজের বিশেষ বার্তা নিয়ে দেশটির মন্ত্রী পাকিস্তানে আসবেন। গত ১ মার্চ আদেল আল জুবায়েরের সফর অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা পরবর্তীতে পেছানো হয়।

কয়েক দিন সৌদি আরবের ‍যুবরাজ যখন পাকিস্তান সফরে তখনি ভারতের সাথে দেশটির উত্তেজনা তৈরি হয়। এর একদিন পর যুবরাজ ভারতেও সফর করেন। যুবরাজের সফর শেষ হওয়ার পর দেশ দুটির সম্পর্ক আরো অবনতি হয়ে যুদ্ধের পর্যায়ে চলে যায়। পাকিস্তানে হামলা করতে গিয়ে আটক হয় ভারতীয় এক পাইলট। পাল্টা ব্যবস্থা হিসেবে ভারতেও বিমান হামলা করে পাকিস্তান। ওই উত্তেজনার মধ্যে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বিশেষ বার্তা নিয়ে আদেল আল জুবায়েরের ইসলামাবাদ সফরে শিডিউল ঘোষণা করা হয়।

আপনার মতামত দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.