--- বিজ্ঞাপন ---

সরকার দিশেহারা হয়ে গেছে: আমীর খসরু

0

নিউজ ডেস্ক: সরকার রাজনৈতিকভাবে দিশাহারা হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, প্রতিদ্বন্দ্বীর সঙ্গে রাজনৈতিক মোকাবিলা না করে তাকে ধ্বংস করার খেলা শুরু করেছে এই সরকার। এজন্যই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেযারম্যান তারেক রহমানকে তারা ধ্বংস করতে ষড়যন্ত্র করছে। জাতীয় প্রেস ক্লাবে গতকাল বাংলাদেশ জাতীয় দলের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৩তম কারাবন্দি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব বলেন।
আমির খসরু বলেন, এই সরকার ক্ষমতা দখল করেও আজ দিশাহারা। দিশাহারা হলে যে কার্যক্রম শুরু করা হয় তা এই সরকারের মধ্যে পুরোটাই বিদ্যমান। প্রতিদ্বন্দ্বিতার সাহস না থাকায় তারা জনগণের ভোটের ওপর নির্ভরশীল না হয়ে রাতের অন্ধকারে ব্যালট বাক্স ভর্তি করার প্রকল্প গ্রহণ করেছে। সাম্প্রতিক সব নির্বাচনে সেটার বাস্তবায়ন হচ্ছে।

আপনার মতামত দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.