--- বিজ্ঞাপন ---

সাধিকা হবার পথে নার্গিস ফকরি!

0

নিউজ ডেস্ক: বলিউডের সেক্সি অভিনেত্রী হিসেবে পরিচিত নার্গিস ফকরির মন মেজাজ এখনও খুব ভাল নেই। মন দিয়েচেন যোগাতে। এমনকি তার মধ্যে অধ্যাত্মবাদের স্ফূরণও নাকি দেখা দিযেছে। আর তাই গত দু বছর ধরে যে মাত আলোনজোর সঙ্গে ডেটিং করছিলেন সেটিও ভেঙ্গে দিয়েছেন। ফকরিকে শেষ দেখা গিয়েছিল ইমতিয়াজ আলির রকস্টারে। সদ্য শেষ করেছেন ভূষণ পাটিলের আমাভাস ছবির শ্যুটিং। আর এই ছবির শ্যুটিং শেষ হতেই তিনি তার পার্টনার মাত আলোনজোকে টাটা করে দিয়েছেন।
সংবাদসংস্থা মারফত জানা গিয়েছে, আমাভাস ছবির প্রোমোশন শুরু হয়েছে। প্রথম দুদিন ঠিকই ছিল।

আপনার মতামত দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.