--- বিজ্ঞাপন ---

এপ্রিলে ঢাকা আসছেন ভুটানের প্রধানমন্ত্রী

0
নিউজ ডেস্ক: ভুটানের প্রধানমন্ত্রী ডা. লোটে শেরিং আগামী এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহে বাংলাদেশে আসছেন। মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় বাংলাদেশ-ভুটান পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক (এফওসি) শেষে উভয়ের তরফে এ তথ্য নিশ্চিত করা হয়। এদিকে এফওসি বিষয়ক পররাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ-ভুটান সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার টার্গেটে কাজ করছে দুই দেশ। এরই অংশ হিসাবে আগামী মাসে ভুটানের প্রধানমন্ত্রী বাংলাদেশ সফর করবেন। তার সফরে দ্বিপক্ষীয় অনেক চুক্তি, সমঝোতা সইয়ের প্রস্তুতি নেয়া হচ্ছে। ফরেন অফিস কনসালটেশন বা এফওসিতে নেতৃত্ব দেয়া বাংলাদেশের ১৯ সদস্যের প্রতিনিধি দলের নেতা পররাষ্ট্র সচিব মো. শহীদুল হকের ভাষ্য এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তি মতে, মঙ্গলবারের বৈঠকে বিদ্যুৎ, বাণিজ্য-বিনিয়োগ, কানেকটিভিটি, স্কলারশিপসহ দ্বিপক্ষীয় সম্পর্কের প্রায় সব বিষয়েই আলোচনা হয়েছে। বৈঠকটি খুব আন্তরিক পরিবেশে হয়েছে। সেখানে শিক্ষা, পর্যটন, মানবসম্পদ উন্নয়ন, বিজ্ঞান ও প্রযুক্তি, কৃষি, খাদ্য নিরাপত্তা, পানি সম্পদ ব্যবস্থাপনা, জলবায়ু এবং দুই দেশের মধ্যে মানুষে মানুষে সংযোগের বিষয়টিও এজেন্ডায় ছিল।দ্বিপক্ষীয় সম্পর্কের বাইরে আঞ্চলিক সহযোগিতা নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে। যার মধ্যে ট্রানজিট ও কানেকটিভিটি, বিশেষ করে বিবিআইন (বাংলাদেশ, ভুটান, ভারত ও নেপাল এই চার দেশের মধ্যে স্থলপথে যোগাযোগ) এর অগ্রগতি পর্যালোচনা হয়েছে। এ ছাড়া জলবিদ্যুৎ উৎপাদন নিয়ে বাংলাদেশ, ভারত ও ভুটান এই ৩ দেশের সহযোগিতা বিষয়ে আলোচনা হয়েছে। ভুটানের পররাষ্ট্র সচিব সনাম শং বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে ভুটানের প্রধানমন্ত্রী এপ্রিলে বাংলাদেশ সফর করবেন। এই সফরে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন মাত্রা পাবে। ভুটানের পররাষ্ট্র সচিব জানান, প্রধানমন্ত্রী ডা. লোটে শেরিং এর কাছে বাংলাদেশ তার নিজের দেশের মতোই। এই দেশের সঙ্গে তিনি ঘনিষ্ঠভাবে পরিচিত। কেননা, লোটে শেরিং বাংলাদেশের ময়মনসিংহ মেডিকেল কলেজের শিক্ষার্থী ছিলেন। তিনি বাংলাদেশে ১০ বছর কাটিয়েছেন। তাই এই দেশটি প্রধানমন্ত্রী লোটে এর কাছে খুবই পরিচিত। ভুটানের ৮ সদস্যের প্রতিনিধি দলের প্রধান পররাষ্ট্র সচিব বলেন, বাংলাদেশ শুধু ভুটানের চিকিৎসকই তৈরি করছে না, সেখানের নেতাও তৈরি করছে। এ জন্য বাংলাদেশ গর্ব করতে পারে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি মতে, ভুটানের প্রধানমন্ত্রীর আসন্ন সফরে দুই দেশের মধ্যে নৌ-যোগাযোগ, স্বাস্থ্য, কৃষি এবং সরকারি কর্মকর্তাদের প্রশিক্ষণ বিষয়ে দুই দেশের মধ্যে চুক্তি ও সমাঝোতা স্মারক স্বাক্ষর হওয়ার সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য, ফরেন অফিস কানসালটেশন এবং প্রধানমন্ত্রীর সফরের এজেন্ডা চূড়ান্ত করতে ৩ দিনের সফরে পররাষ্ট্র সচিব সনাম শং বাংলাদেশে এসেছেন। সফরে তিনি সরকারের বিভিন্ন পর্যায়ে আলোচনা করছেন।
আপনার মতামত দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.