--- বিজ্ঞাপন ---

উদানার ঝড়ো ব্যাটিংয়েও জিতলো না শ্রীলঙ্কা

0

নিউজ ডেস্ক: ব্যাট হাতে ঝড় তুলেও দলকে জেতাতে পারেননি শ্রীলঙ্কার লেজের দিকের ব্যাটসম্যান ইসুরু উদানা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরিয়ানে ৪৮ বলে ৮৪ রানের টর্নেডো ইনিংস খেলেন এই লঙ্কান পেসার। তাতেও শেষ রক্ষা হয়নি সফরকারীদের, ১৬ রানে হারতে হয়েছে। ফলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে  প্রোটিয়ারা।
দক্ষিণ আফ্রিকার ১৮১ রানের ছুড়ে দেয়া লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় লঙ্কান ব্যাটিং অর্ডার। ক্রিস মরিস, ডেইল স্টেইনরা ধসিয়ে দেন সফরকারীদের টপঅর্ডার এবং মিডলঅর্ডার। ৮৩ রান তুলতেই ৭ উইকেট হারায় শ্রীলঙ্কা। আট নম্বরে নেমে প্রোটিয়ার বোলারদের চোখ রাঙাছিলেন উদানা। আকিলা ধনঞ্জয়াকে নিয়ে ৪৬ রানের জুটি গড়েন এই লঙ্কান পেসার।

পরে মালিঙ্গা ও ভ্যানডার্সের  সঙ্গেও ২০ ও ১৫ রানের জুটি গড়েন উদানা। ৪৮ বলের বিস্ফোরক ব্যাটিংয়ে ৮৪ রানের ইনিংস খেলে অপরাজিত থাকলেও শেষ পর্যন্ত জয় তুলে নিতে পারেননি।
এর আগে টসে জিতে স্বাগতিকদের ব্যাটিংয়ে পাঠায় লঙ্কান অধিনায়ক লাসিথ মালিঙ্গা। স্কোরবোর্ডে ৯ রান তুলতেই আউট হয়ে সাজঘরে ফেরেন এইডিন মার্করাম। প্রাথমিক ধাক্কাটা সামলে নিয়ে ১১৬ রানের জুটি গড়েন রেজা হ্যান্ডরিক্স ও ফন ডুসেন। দুইজনের দুর্দান্ত ব্যাটিংয়ে তুলে নেন হাফ সেঞ্চুরি। হ্যান্ডরিক্স করেন ৪৬ বলে ৬৫ রান। ডুসেনের ব্যাট থেকে আসে ৪৪ বলে ৬৪ রান। পরে জেপি ডুমিনি ঝড় তোলে ১৭ বলে ৩৩ রান করেন। শেষ পর্যন্ত তিন উইকেট হরিয়ে ১৮০ রান তোলে প্রোটিয়ারা।

আপনার মতামত দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.