--- বিজ্ঞাপন ---

সিরিয়ায় আইএস নিশ্চিহ্ন হয়ে যাওয়ার দাবি

0

নিউজ ডেস্ক: সিরিয়া থেকে পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেছে জঙ্গি গোষ্ঠী আইএস। এমন দাবি করেছে যুক্তরাষ্ট্রের সমর্থনপুষ্ট সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস (এসডিএফ)। সিরিয়ায় আইএসের সর্বশেষ শক্তিশালী ঘাঁটি বাঘোজের দখল নিয়ে লড়াই শেষ হয়ে যাওয়ার পর এমন ঘোষণা দিয়েছে এসডিএফ। এ খবর দিয়েছে অনলাইন স্কাই নিউজ।
এতে বলা হয়েছে, কয়েক সপ্তাহ ধরেই ইরাক সীমান্তের কাছে বাঘোজ এলাকায় আইএসের সঙ্গে লড়াই করছিল এসডিএফ। সেখানে আইএস বেসামরিক মানুষদের মানবঢাল হিসেবে ব্যবহার করছিল। অবশেষে চূড়ান্ত বিজয়ের ঘোষণা দিয়েছে এসডিএফ। তারা বলেছে, এখন সিরিয়ার সব অঞ্চল আইএসমুক্ত হয়েছে।

এসডিএফের মুখপাত্র মুস্তাফা বালি টুইটে বলেছেন, তথাকথিত খেলাফতের পুরোপুরি বিনাশ ঘোষণা করছে এসডিএফ। আইসিস শতভাগ পরাজিত হয়েছে। এই বিজয়ের ব্যতিক্রমী দিনে এই লড়াইয়ে যে হাজার হাজার মানুষ শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাই আমরা।
আইএস যোদ্ধাদের পরিবার সহ হাজার হাজার বেসামরিক মানুষ সাম্প্রতিক সময়ে বাঘোজ থেকে পালিয়ে গেছেন ভয়াবহ যুদ্ধের কারণে। তাদের অনেকে এখন শিবিরে অবস্থান করছেন। ২০১৪ সালে আইএস তার উত্তাল দিনগুলোতে সিরিয়া ও ইরাকে খেলাফত ঘোষণা করে। তারা ঘোষণা দেয় এ দেশগুলোর এক তৃতীয়াংশ তারা নিয়ন্ত্রণ করছে। তবে এসডিএফের বিজয় ঘোষণা সত্ত্বেও একটি বড় হুমকি হিসেবে এখনও রয়ে গেছে আইএস।

আপনার মতামত দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.