--- বিজ্ঞাপন ---

পাকিস্তানের নতুন তারকা আবিদ আলী

0

নিউজ ডেস্ক: অভিষেক ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করে আলোচনায় ঝড় তুলেছেন আবিদ আলী। যে বয়সে ক্রিকেটারদের মাথায় অবসরের ভাবনা চলে আসে, অথচ সেই ‘বুড়ো’ বয়সেই অভিষেক হলো আবিদ আলীর। ৩১ বছর ১৬৪তম দিনে জাতীয় দলে খেলার সুযোগ পান এই অলরাউন্ডার।

এমন সময়ে পাকিস্তান দলে সুযোগ পেলেন, যখন পাকিস্তানের ক্রিকেট নিয়ে দেশে-বাইরে সমালোচনা হচ্ছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে টানা তিন ম্যাচে হেরে সিরিজ হাতছাড়া করা পাকিস্তান ক্রিকেট দল নিয়ে হতাশা প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

অস্ট্রেলিয়ার মতো গুরুত্বপূর্ণ দলের বিপক্ষে খেলার সময় দলের সিনিয়র ক্রিকেটারদের বিশ্রাম দেয়ায় টিম ম্যানেজমেন্টের ওপর চড়াও হয়েছেন সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি।

শুধু তাই নয়! অসিদের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম তিন ম্যাচে হেরে যাওয়ায় দলের অধিনায়ক শোয়েব মালিককে ছেঁটে ফেলেছে ম্যানেজমেন্ট। শুক্রবার চতুর্থ ম্যাচে পাকিস্তানকে নেতৃত্ব দিচ্ছেন তরুণ অলরাউন্ডার ইমাদ ওয়াসিম।

দলের এমন কঠিন পরিস্থিতে অভিষেক হয় আবিদ আলীর। আর অভিষেক ম্যাচেই চমক দেখাচ্ছেন তিনি। এই রিপোর্ট লেখা অবস্থায় দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৮২ বলে ৭৮ রানে ব্যাট করছেন আবিদ।

কে এই আবিদ আলী?

ওপেনিংয়ে ব্যাটিংয়ের পাশাপাশি লেগ স্পিনে পারদর্শী আবিদ। ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত খেলায় সুযোগ মেলে জাতীয় দলে। পাকিস্তানের প্রথম শ্রেণির ক্রিকেটে ১০২ ম্যাচ খেল ১৭টি সেঞ্চুরির সাহায্যে ৬ হাজার ৭০০ রান করেন তিনি। লিস্ট ‘এ’ ক্রিকেটের ৯১ ম্যাচে চার সেঞ্চুরি এবং ২৪টি ফিফটির সাহায্যে সংগ্রহ করেন তিন হাজার ২০৯ রান।

পাকিস্তান সুপার লিগে দুর্দান্ত ব্যাটিং করেছেন আবিদ আলী। টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ফরম্যাটে ৪১ ম্যাচে দুই ফিফটির সাহায্যে করেন ৭১২ রান।

ঘরোয়া ক্রিকেটে নিয়মিত রান করে যাওয়া এই ওপেনারকে জাতীয় দলে সুযোগ করে দেয় পাকিস্তানের টিম ম্যানেজমেন্ট।

আপনার মতামত দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.