স্বাধীনতা দিবস উপলক্ষে আলহাজ্ব নুরুচ্ছাফা বিদ্যানিকেতনে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নিউজ ডেস্ক: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলাধীন উত্তর পদুয়া গ্রামস্থ আলহাজ্ব নুরুচ্ছাফা বিদ্যানিকেতনে মহান স্বাধীনতা দিবস উদযাপন, বার্ষিক পুরস্কার বিতরণ ও গরীব দুঃখী মানুষের বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে ‘মেডিকেল ক্যাম্প’ গত ২৬ মার্চ অনুষ্ঠিত হয়।
বিদ্যানিকেতনের প্রতিষ্ঠাতা আলহাজ্ব মুহাম্মদ শওকত আলী নূরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিপলস্ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক লায়ন ডা. সুভাষ চন্দ্র সূত্রধর, বিশেষ অতিথি ছিলেন ডা. তপন ভট্টাচার্য্য, ডা. মানিক চন্দ্র নাথ, ডা. মো. নুরুল আহাদ, ডা. মাসুদ করিম, ডা. এ কে আজাদ, ডা. এনাম প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যানিকেতনের অধ্যক্ষ আলহাজ্ব আবুল কাসেম।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নুরুল ইসলাম মেম্বার, ছালেহ আহমদ মাস্টার, হাফেজ বাহাদুর, দিদারুল করিম, ফখরুদ্দিন আজাদ,কাজী ফজলুল হক, খোরশেদ আলম চৌধুরী, কফিল উদ্দিন, ডা. সামশুল আলম চৌধুরী, দেলওয়ার হোসেন, মনোরঞ্জন বড়–য়া, আবদুর রহমান, নুরুল আলম, নাঈম উদ্দিন, মাওলানা জামাল উদ্দিন, বেদারুল আলম, জসিম উদ্দিন, জুলফিকার আলী, আরজু ইসলাম রানা, রাসেল প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে ডা. সুভাষ চন্দ্র সূত্রধর বলেন, বাংলাদেশ সংবিধানের পাঁচটি মৌলিক অধিকারের অন্যতম একটি হলো চিকিৎসা। তিনি বশেষজ্ঞ ডাক্তারের কাছ থেকে সঠিক চিকিৎসাসেবা গ্রহণের জন্য আহবান জানান।
এবারের মেডিকেল ক্যাম্পে প্রায় ১ হাজার রোগীকে চিকিৎসা দেয়া হয়।