--- বিজ্ঞাপন ---

বঙ্গবন্ধুকে নিয়ে লেখালেখির জন্য ট্রাস্টের অনুমতির প্রয়োজন নেই

0
নিউজ ডেস্ক: এখন থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীনির্ভর কোনো নাটক নির্মাণ, লেখালেখি বা ক্রীড়ানুষ্ঠান-টুর্নামেন্ট আয়োজনের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের অনুমোদনের প্রয়োজন নেই।
শনিবার সন্ধ্যায় ঢাকার ধানমণ্ডিতে বঙ্গবন্ধু ভবনে ট্রাস্টের সাধারণসভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন ট্রাস্টি বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ ছাড়া ১৫ আগস্ট বঙ্গবন্ধু পরিবারের শহীদ সদস্যদের নামে ১৩টি প্রতিষ্ঠানের নামকরণ এবং ৫০ হাজার ২০০ টাকা শিক্ষাবৃত্তি দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এর আগে আলোচনার শুরুতেই ট্রাস্টের কোষাধ্যক্ষ এএম রফিকের মৃত্যুতে শোক প্রস্তাব গৃহীত হয়।
সভায় উপস্থিত ছিলেন ট্রাস্টি বোর্ডের সদস্য রাদওয়ান মুজিব সিদ্দিক, শেখ হাফিজুর রহমান প্রমুখ।
আপনার মতামত দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.