--- বিজ্ঞাপন ---

৬ বছর পর এফএ কাপের ফাইনালে ম্যানসিটি

0

নিউজ ডেস্ক: সেমিফাইনালে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিওনকে হারিয়ে এফএ কাপের ফাইনালে উঠেছে ম্যানচেস্টার সিটি। ৬ বছর পর এফএ কাপ ফাইনাল নিশ্চিত করল পাঁচবারের চ্যাম্পিয়নরা। এ জয়ে ঐতিহাসিক কোয়াড্রুপল (চার শিরোপা) জয়ের আশা জাগিয়ে রাখল তারা।

যদিও শনিবার রাতের ম্যাচটিতে ম্যানসিটির পারফরম্যান্সে মন ভরেনি সমর্থকদের। এদিন সেরাটা দিতে পারেনি তারা। ম্যাচের শুরুতে গোল পেলেও বাকি সময় বেশ অস্বস্তিতে ছিল জেসুসের দল। ম্যাচ শুরুর মাত্র ৩ মিনিটের মাথায় কেভিন ডি ব্রুইনের দুর্দান্ত ক্রসে লক্ষ্যভেদী হেড করেন গ্যাব্রিয়েল জেসুস।

সে সময় আরও গোলের দেখা পাবে বলে উত্তাল ছিল গ্যালারি। কিন্তু ওই এক গোলের পর আর কোনো লক্ষ্যভেদ করতে পারেনি ম্যানসিটি।

ম্যানসিটিকে থামাতে ব্রাইটন কোচ ক্রিস হিউজটনের রণকৌশল সফল হয়। দ্বিতীয়ার্ধে ব্রাইটন কয়েকবার ম্যানসিটির রক্ষণে হানা দেয়। কিন্তু সফল হয়নি। ১-০ তেই মাঠ ছাড়তে হয় সিটিজেনদের।

ফাইনালে ম্যানসিটির বিপক্ষে কারা খেলছেন তা আজ চূড়ান্ত হবে । রোববার রয়েছে ওয়াটফোর্ড ও উলভারহ্যাম্পটনের মধ্যে অপর সেমিফাইনাল। এই সেমিফাইনাল বিজয়ীর বিপক্ষে ১৮ মে ওয়েম্বলিতে শিরোপার জন্য খেলবে ম্যানসিটি।

আপনার মতামত দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.