--- বিজ্ঞাপন ---

তিনদিনের সফরে ব্রুনাই যাচ্ছেন প্রধানমন্ত্রী

0

নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী রোববার তিনদিনের সফরে ব্রুনাই যাচ্ছেন। এ সফরকালে দুই দেশের মধ্যে সহযোগিতা বাড়াতে একাধিক সমঝোতা স্মারক (এমওইউ) সই হতে পারে। বাংলাদেশের সাথে দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে আগ্রহী সম্পদশালী দেশটি।

কর্মসূচি অনুযায়ী রোববার সকালে প্রধানমন্ত্রীকে বহনকারী বিশেষ বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর ছেড়ে যাবে। ক্রাউন প্রিন্স হাজী আল-মুক্তাদি ব্রুনাই আন্তর্জাতিক বিমান বন্দরে তাকে স্বাগত জানাবেন। ব্রুনাইতে দ্য অ্যাম্পায়ার হোটেলে থাকবেন প্রধানমন্ত্রী। রাতে ব্রুনাই অবস্থানরত প্রবাসী বাংলাদেশীরা প্রধানমন্ত্রীকে সংবর্ধনা দেবেন। এরপর তার সম্মানে বাংলাদেশ দূতাবাসের নৈশভোজে যোগ দেবেন শেখ হাসিনা।

সোমবার ব্রুনাইয়ের সুলতান হাজী হাসানাল বলকিয়ার ও তার পরিবারের সাথে সাক্ষাত করবেন প্রধানমন্ত্রী। এরপর ব্রুনাইয়ের সুলতানের সাথে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তিনি। বৈঠকের পর কয়েকটি এমওইউ সই হতে পারে।

দুপুরে বাংলাদেশ ও ব্রুনাইয়ের ব্যবসায়ী নেতৃবৃন্দের একটি সম্মেলন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এরপর শেখ হাসিনা তার সম্মানে ব্রুনাইয়ের সুলতানের দেয়া রাষ্ট্রীয়ভোজে যোগ দেবেন।

মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী বাংলাদেশ হাইকমিশনের চ্যান্সারি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এরপর তিনি রাজকীয় যাদুঘর পরিদর্শন করবেন। দুপুরে প্রধানমন্ত্রীকে বহনকারী বিশেষ বিমান ঢাকা উদ্দেশ্যে রওনা হবে।

গত জানুয়ারিতে টানা তৃতীয় দফায় প্রধানমন্ত্রীর দায়িত্ব নেয়ায় পরপরই শেখ হাসিনাকে উষ্ণ অভিনন্দন জানান ব্রুনাই’র সুলতান হাজী হাসানাল বলকিয়ার। তারই আমন্ত্রণে ব্রুনাই যাচ্ছেন প্রধানমন্ত্রী।

আপনার মতামত দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.