--- বিজ্ঞাপন ---

শ্রীলঙ্কায় ২ বাংলাদেশী নিখোঁজ, হেল্প লাইন চালু

0

নিউজ ডেস্ক: শ্রীলংকার রাজধানী কলম্বোসহ অন্যান্য এলাকার তিনটি গির্জা ও তিনটি বিলাসবহুল হোটেলে সিরিজ বোমা হামলার ঘটনায় নিহতের মধ্যে বাংলাদেশি আছে কিনা সে বিষয়ে খোঁজ নিচ্ছেন বাংলাদেশ দূতাবাস।

ওই হামলার ঘটনায় এখন পর্যন্ত ৩৫ বিদেশি নাগরিক রয়েছেন বলে বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে। এ খবরে বেশ উদ্বেগ প্রকাশ করেছেন শ্রীলঙ্কায় বাংলাদেশ দূতাবাসের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ। ঘটনার পরপরই হেল্প লাইন চালু করেছে বাংলাদেশ দূতাবাস।
হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ গণমাধ্যমকে জানিয়েছে, বাংলাদেশিদের কারও কোনো সহযোগিতার প্রয়োজন হলে বা কারও ক্ষয়ক্ষতি হয়ে থাকলে আমাদের হাইকমিশনের কর্মকর্তা মোসা. মাহমুদা (+৯৪৭১২৪০৬৩১৩) এর সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করছি।
এদিকে শ্রীলঙ্কায় হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন প্রেসিডেন্ট আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আপনার মতামত দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.