--- বিজ্ঞাপন ---

লিবিয়ার ত্রিপোলিতে বোমা হামলা

0

নিউজ ডেস্ক: লিবিয়ার ত্রিপোলিকেন্দ্রিক জাতীয় ঐক্যের সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী মি. ফাতহি বাশাগা দাবি করেছেন, তার সরকারের কাছে যথেষ্ট দলিল-প্রমাণ রয়েছে যে, ত্রিপোলিতে রোববারের হামলায় বিদেশি বিমান অংশগ্রহণ করছে।

লিবিয়ার একজন সরকারি কর্মকর্তা সোমবার তিউনিসে এক সংবাদ সম্মেলনে বলেন, গতকাল রোববার ত্রিপোলির বোমা হামলার দক্ষতাই প্রমাণ করে যে এই বিমান দুটি আরব দেশেরই ছিল।

ফ্রান্সের সমালোচনা করে বাশাগা বলেন, ফ্রান্সের উচিত আপন মূল্যবোধকে রক্ষা করা এবং অবসরপ্রাপ্ত মেজর জেনারেল খলিফা হাফতারকে সমর্থন না করা।

তিনি বলেন, লিবিয়ার যুদ্ধ জাতীয় ঐক্যের সরকার দ্বারা শুরু হয়নি। কারণ সরকার গণতন্ত্র রক্ষার জন্য চেষ্টা করে যাচ্ছে।

তিনি আরও মন্তব্য করেন, ত্রিপোলিতে সেনা হামলা সন্ত্রাসী সংগঠনগুলোর কার্যক্রমকে পুনরুজ্জীবিত করতে উৎসাহিত করবে। কারণ এমন কেউ নেই যারা সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে আমাদের চেয়েও এগিয়ে যেতে পারে।

হাফতারের বিমান লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে কয়েকটি অভিযান পরিচালনা করে, যার ফলে বেশ কয়েকজন নিহত ও অনেকে আহত হন। গত রোববার জাতীয় ঐক্যের সরকার ত্রিপোলিতে হামলায় চারজন নিহত ও ২০ জন আহত বলে দাবি করে।

আপনার মতামত দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.