--- বিজ্ঞাপন ---

খালেদার জামিন শুনানি আজ

0

নিউজ ডেস্ক: জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় হাইকোর্টে জামিন চেয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। একইসঙ্গে এই মামলার সাজার রায়ের বিরুদ্ধে করা তার আপিল শুনানির জন্য গ্রহণের আবেদন হাইকোর্টের কার্যতালিকায় অন্তর্ভূক্ত হয়েছে।

বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এসএম কুদ্দুস জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আজ মঙ্গলবার এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হতে পারে।

এদিকে সোমবার খালেদা জিয়ার জামিন আবেদনের অনুলিপি দুদককে দেয়া হয়েছে। জামিন আবেদনে খালেদা জিয়ার শারীরিক অসুস্থতার বিষয়টি উল্লেখ করা হয়েছে। গত বছরের নভেম্বর মাসে জিয়া চ্যারিটেবল মামলায় খালেদা জিয়াকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দেয় ঢাকার বিশেষ জজ আদালত-৫। এই সাজা বাতিল চেয়ে এ বছর হাইকোর্টে আপিল করেন খালেদা জিয়া।

গত বছরের ৮ ফেব্রুয়ারি অরফানেজ ট্রাস্ট মামলায় দণ্ডিত হয়ে কারাগারে যান খালেদা জিয়া। দুটি দুর্নীতির মামলায় বর্তমানে ১৭ বছরের দণ্ডপ্রাপ্ত তিনি।

আপনার মতামত দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.