প্রধানমন্ত্রী লন্ডন যাচ্ছেন আজ
নিউজ ডেস্ক: এক অনির্ধারিত সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ লন্ডন যাচ্ছেন। রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস গতকাল প্রধানমন্ত্রীর প্রেস সচিবকে উদ্ধৃত করে সফরের খবর দিয়েছে। এতে বলা হয়েছে- প্রধানমন্ত্রী বুধবার এক ‘অফিসিয়াল ভিজিটে’ বৃটেনের রাজধানী লন্ডনে যাবেন। সকালে বাংলাদেশ বিমানের একটি ভিভিআইপি ফ্লাইট প্রধানমন্ত্রী এবং তার সফরসঙ্গীদের নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যাবে। প্রেস সচিব ইহসানুল করিম বাসসকে আরও জানান, লন্ডনের স্থানীয় সময় বিকাল ৩টা ৫৫ মিনিটে ফ্লাইটটি হিথ্রো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পৌঁছানোর কথা। লন্ডনে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাঈদা মুনা তাসনিম বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন। বাসস এ-ও জানিয়েছে, পররাষ্ট্র মন্ত্রী ড. একে আবদুল মোমেন, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপিসহ আরও অনেকে প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হবেন। তবে প্রধানমন্ত্রীর লন্ডনে অফিসিয়্যাল বা সরকারি সফরে কী কী কর্মসূচী রয়েছে, তা প্রকাশ করা হয়নি।
সফর শেষে প্রধানমন্ত্রী কবে দেশে ফিরতে পারেন সেই সম্ভাব্য তারিখও বাসস-এর রিপোর্টে উল্লেখ নেই। প্রধানমন্ত্রীর সফর বাস্তবায়নে যুক্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাষ্ট্রাচার ও ইউরোপ অনুবিভাগের দায়িত্বশীল প্রতিনিধিরা জানান, রাষ্ট্র ও সরকার প্রধানের যে কোন সফরই ‘অফিসিয়্যাল’। সেটি ব্যক্তিগত, চিকিৎসা সংক্রান্ত বা অন্য যে কোন কারণেই হোক। প্রধানমন্ত্রীর লন্ডন সফরটিও সেই রকমই। সেখানে চোখের চিকিৎসা, পরিবারের সদস্যদের সময় কাটানো ছাড়াও দেশটির বিভিন্ন পর্যায়ে তার আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক মতবিনিময়ের সুযোগ রয়েছে। প্রবাসী বাংলাদেশিদের সঙ্গেও দেখা হবে সরকার প্রধানের।