--- বিজ্ঞাপন ---

তৃতীয় সন্তানের ভোটাধিকার থাকা উচিত নয়: রামদেব

0

ভারতের জনসংখ্যা নিয়ন্ত্রণ করতে নিদান দিলেন দেশটির যোগগুরু রামদেব। তিনি বললেন সরকারের উচিত তৃতীয় সন্তানের ভোটাধিকার আইন করে বন্ধ করা। এ ব্যাপারে নতুন আইন আনা প্রয়োজন বলে মনে করেন তিনি। তাছাড়া দেশের সর্বত্র মদের প্রস্তুতি এবং বিক্রি বন্ধ করার কথাও বলেন তিনি।

সম্প্রতি রামদেব বলেন, ৫০ বছর বাদে দেশের জনসংখ্যা ১৫০ কোটি হওয়া উচিত। তার বেশি হলে সমস্যা হবে। আর জনসংখ্যা নিয়ন্ত্রণ করতে সরকারকেই পদক্ষেপ নিতে হবে। যদি আইন করে তৃতীয় সন্তানের ভোটাধিকার বন্ধ না করা যায় তাহলে এটা সম্ভব নয়। শুধু ভোটাধিকার নয় তৃতীয় সন্তানকে অন্য কোনো সরকারি সুবিধা দিলেও হবে না। তিনি মনে করে এ ধরনের ব্যবস্থা চালু করা গেলে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলেই কম সংখ্যক সন্তান জন্ম দেবেন।

এর পাশাপাশি গো-নিধনের ওপরও সম্পূর্ণ নিষেধাজ্ঞা চান রামদেব। তার মনে হয় একমাত্র এভাবেই গো-রক্ষক এবং গো-মাংস পাচারকারীদের মধ্যে থাকা সংঘাত থেকে মুক্ত হওয়া যায়। চাইলে কেউ অন্য কোনো মাংস খেতে পারে। অন্যদিকে মদ বন্ধ করার ব্যাপারে তিনি বলেন, ইসলাম প্রধান দেশে মদ বন্ধ করা গেলে আমাদের এখানে কেন সম্ভব হবে না?

আপনার মতামত দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.