--- বিজ্ঞাপন ---

“ফেসবুক নিয়ে এলো অন্ধকারে চ্যাট করার সুবিধা”

0

ফেসবুকে এবার ‘ডার্ক মোড’। চমকে দেওয়া এই নতুন উপায়ে রাতের অন্ধকারেও দিব্যি চ্যাট করা যাবে।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, অ্যান্ড্রয়েড ও আইওএস প্ল্যাটফর্মে এই ‘ডার্ক মোড’-এর দেখা মিলবে।

ফেসবুক কর্তৃপক্ষের দাবি অনুযায়ী, এই মোড ব্যবহারের ফলে অন্ধকারে চোখের উপরে চাপ পড়া থেকে মিলবে রেহাই। কী ভাবে নিজের ফোনে এই মোড ব্যবহার করবেন? জেনে নিন—

প্রথমেই আপনার ফোনে মেসেঞ্জারের অ্যাপটি আপডেট করুন। এবার যে কোনও একজনের চ্যাটে ক্লিক করুন। তাকে চাঁদের ইমোজি পাঠাতে হবে। তাহলেই ফোনের স্ক্রিনে গুচ্ছ চাঁদ নেমে আসবে। তাহলেই চালু হবে ডার্ক মোড।

প্রসঙ্গত, গত বছরই ফেসবুকের তরফে জানানো হয়েছিল শীঘ্রই তারা নিয়ে আসবে ‘ডার্ক মোড’। অবশেষে এসে গেল সেই মোড।

 

আপনার মতামত দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.