--- বিজ্ঞাপন ---

টানা বর্ষনে জনজীবনে ভোগান্তি

0

শনিবার সকাল থেকে টানা
শনিবার ভোররাত থেকে টানা বৃষ্টিতে কক্সবাজার সদর সহ উপজেলা সমূহের মধ্যে বৃষ্টিসহ কক্সবাজারের উপকূলে দমকা হাওয়া বইছে।

 

কক্সবাজার সদর সহ আশপাশের এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। ড্রেনের ময়লা আবর্জনাযুক্ত পানি সড়কে চলাচল করছে। ব্যাহত হচ্ছে স্বাভাবিক পথ চলা। আটকে পড়েছে যানবাহন। এতে মারাত্মক ভোগান্তিতে পড়েছে পৌরবাসী।

অন্যদিকে ভোরে প্রবল বৃষ্টি আর দমকা
হাওয়ায় কক্সবাজার-টেকনাফ সড়কের মোচনীর দক্ষিণ পার্শ্বের বড় একটি শিশু গাছ প্রধান সড়কের উপরে পড়ে যায়। তাতে স্থানীয় ও দূর পাল্লার শত শত যানবাহন আটকা পড়ে। খবর পেয়ে সড়ক ও জনপদ বিভাগের স্থানীয় জনসাধারণের সহায়তায়

গাছটি অপসারণ করে যান চলাচলের ব্যবস্থা করে।বিলম্বে হলেও কক্সবাজার-টেকনাফ সড়কে যানজট নিরসন হওয়ায় ভুক্তভোগী যাত্রীরা স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। এর আগে অসংখ্য যানবাহন উভয় পাশে
আটকা পড়ে। লোকজন গাছটি সরিয়ে নেয়। দুপুর ১২ টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।

আপনার মতামত দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.