#মিটু ক্যাম্পেইনে যৌন হয়রানি নিয়ে তোলপাড় বলিউড একটু শান্ত হতেই ফের অভিযোগের আঙুল তুলে বসলেন অভিনেত্রী এষা গুপ্তা। টুইটারেই ক্ষোভ উগড়ে দিলেন অভিনেত্রী। দিল্লির এক রেস্তোরাঁ মালিকের বিরুদ্ধে অভিযোগ অভিনেত্রীর। টুইটারে এষা সোজা ওই ব্যক্তির ছবি পোস্ট করে দিয়েছেন। রোহিত ভিজ নামের ওই ব্যক্তির নামও উল্লেখ করেছেন এষা গুপ্তা। টুইটারে অভিনেত্রীর অভিযোগ, ‘রোহিত ভিজ সারারাত মহিলাদের দিকে তাকিয়ে থেকে উত্যক্ত করার চেষ্টা করাকে সঠিক কাজ মনে করে। আমাকে স্পর্শ করেনি, আর কিছু বলেওনি। আমার শরীরের দিকে একটানা তাকিয়ে ছিলো। তবে ভক্ত হিসেবে নয়, অভিনেত্রী হিসেবে নয়, কারণ আমি একজন মহিলা। আমরা কোথায় নিরাপদ? মহিলা হয়ে জন্ম নেওয়াটাই কি অভিশাপের? ‘ এখানেই থেমে যাননি এষা। একের পর এক ট্যুইট করে রেস্তোরা মালিককে নেট দুনিয়ার মানুষজেনর সঙ্গে ভালো করে পরিচয় করিয়ে দিয়েছেন। আর একটি টুইটে এষা লিখছেন, ‘এই দেশে আমার মতোই একজন মহিলা নিজেকে নিরাপদ মনে করতে পারছিল না। তাহলে বাকিদের কী অবস্থা! আমার সঙ্গে দুজন নিরাপত্তারক্ষী থাকা সত্ত্বেও তার চাহনিতে আমার যেন মনে হচ্ছিল ধর্ষিত হয়ে যাচ্ছি। রোহিত ভিজ তুমি একটা শুয়োর।’