ভারতের মধ্য প্রদেশে হাটে গবাদি পশু নিয়ে যাচ্ছিলেন ২৪ জনের একটি দল। পথিমধ্যে তারা আক্রমণের শিকার হলেন গো রক্ষকদের। তাদের রশি দিয়ে বেঁধে নির্যাতন করে ‘গো মাতা কি জয়’ স্লোগান দিতে বাধ্য করা হয়েছে। এনডিটিভির খবরে বলা হয়, ঘটনার শিকার ওই ২৪ জন ব্যক্তি মহারাষ্ট্রের একটি পশু মেলাতে রবিবার গবাদি পশু নিয়ে যাচ্ছিলেন। তাদের মধ্য প্রদেশের খন্ডওয়া জেলায় গো-রক্ষকের একটি দল নির্যাতন চালায়। দলের ১৫ জনের হাত দড়ি দিয়ে বাঁধা অবস্থায় রাস্তা দিয়ে হাঁটু মুড়ে বসিয়ে ওই অবস্থাতেই চলতে বাধ্য করা হয়। তখনও তাঁদের মুখে তখন শোনা যায় ‘গো মাতা কি জয়’। বার্তা সংস্থা পিটিআইয়ের প্রতিবেদনে বলা হয়, ওই এলাকায় গরু রক্ষা বিষয়ক নজরদারিকারীদের ১০০ সদস্য আছে। তাদের অভিযোগ, এসব মানুষ ২০টি গবাদিপশুকে জবাই করার জন্য নিয়ে যাচ্ছিলো। জেলা পুলিশ সুপারিনটেন্ডেন্ট শিবদয়াল সিং বলেছেন, ওইসব মানুষ গবাদিপশু নিজেদের বলে দাবি করেন। কিন্তু তারা তাদের এ দাবি প্রমাণ করতে পারেন নি। ২৪ জনের মধ্যে একজনও তাদের দাবির পক্ষে প্রমাণ দেখাতে পারেন নি। তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। তবে নির্যাতন চালানো ওইসব গো রক্ষাকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হয় নি।