--- বিজ্ঞাপন ---

২৪ ঘণ্টার মধ্যে জোরালো ভূমিকম্প, সতর্ক করলেন ডাচ বিশেষজ্ঞ

0

তিনি স্বঘোষিত ভূমিকম্প গবেষক। অতীতে বহুবার ভূ-কম্পনের নির্ভুল ভবিষ্যদ্বাণীও করেছেন। সম্প্রতি ক্যালিফোর্নিয়া যে ভূমিকম্প হয়েছে, নিজের ওয়েবসাইট Ditrianum-এ তার আগাম উল্লেখও ছিল। ফলে, ফ্রাঙ্ক হুগারবিটসভূমিকম্প নিয়ে সতর্ক করলে, গুরুত্ব দিতেই হয়।  নেদারল্যান্ডের এই ভূমিকম্প বিশেষজ্ঞের ঘোষণা, আগামী ২৪ ঘণ্টার মধ্যে অত্যন্ত জোরালো ভূমিকম্প হতে চলেছে। কোথায় হবে, সে উল্লেখ অবশ্য করেননি এই ডাচ বিশেষজ্ঞ। তবে, ১০ থেকে ১১ জুলাইয়ের মধ্যে যে-কোনও সময়, যে-কোনও জায়গায় যে তীব্র ভূ-কম্পন হবে, সে পূর্বাভাস তাঁর সাইটে রয়েছে। রিখটার স্কেলে যার তীব্রতা ৮-এর বেশি বই কম নয়। তবে কোথায় হবে সেটা তিনি উল্লেখ করেনি।

রিখটার স্কেলে ৮ কম্পাঙ্ককে ‘মেগা-ভূমিকম্প’ হিসেবে গণ্য করা হয়। হুগারবিটসের ভবিষ্যদ্বাণী ঠিক হলে, নিশ্চিত ভাবেই ভয়ানক বিপর্যয় অপেক্ষা করছে। সূত্রঃ এই সময়

আপনার মতামত দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.