--- বিজ্ঞাপন ---

বিদেশি বংশোদ্ভূত নারী সদস্যদের অবমাননা করে চরম বর্ণবাদী বক্তব্য দিলেন ট্রাম্প

0

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সে দেশের কংগ্রেসের ডেমোক্র্যাটদলীয় বিদেশি বংশোদ্ভূত নারী সদস্যদের অবমাননা করে চরম বর্ণবাদী বক্তব্য দিয়েছেন। তিনি রবিবার টুইটার বার্তায় বিদেশি বংশোদ্ভূত এসব কংগ্রেস সদস্যকে অবিলম্বে নিজ দেশে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন। খবর বিবিসি ও এএফপির। এই চারজন কংগ্রেস সদস্য হলেন- আলেকজান্দ্রিয়া ওকাসিও করতেস, রাশিদা তালিব, আইয়ানা প্রেসলি ও ইলহান ওমর। এদের মধ্যে প্রথম তিনজনের জন্ম যুক্তরাষ্ট্রে, একমাত্র ইলহান ওমরই সোমালিয়া থেকে এসেছেন। ট্রাম্পের টুইটার বার্তায় বলা হয়েছে, ডেমোক্র্যাট দলের নারী সদস্যরা প্রকৃতপক্ষে এমন সব দেশ থেকে উঠে এসেছেন যেখানকার সরকারগুলো বিশ্বের সবচেয়ে খারাপ, দুর্নীতিবাজ ও অযোগ্য। এসব সদস্য এখন বিশ্বের সবচেয়ে বড় ও শক্তিশালী দেশ আমেরিকার জনগণকে বড় গলায় বলে বেড়াছেন সরকার কীভাবে চালাতে হবে। ট্রাম্প তার টুইটার বার্তায় আরও লিখেছেন, তারা কেন ফিরে যাচ্ছেন না এবং নিজেদের অপরাধপ্রবণ দেশগুলোকে ঠিক করার কাজে সহায়তা করছেন না? তারা নিজেদের দেশে ফিরে গিয়ে কীভাবে দেশ চালাতে হয় তা আমাদের সামনে প্রমাণ করুন। ওই সব দেশে আপনাদের ভীষণ প্রয়োজন। যত দ্রুত সম্ভব রওনা হয়ে যান।

আপনার মতামত দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.