--- বিজ্ঞাপন ---

গৃহকর্মীর সাথে কেমন ব্যবহার করবেন..

0

আমাদের গৃহকর্মীদের সঙ্গে ঠিক কেমন হবে আমাদের ব্যবহার। সম্মান এবং ভালোবাসা বজায় রাখুন সম্পর্কের সুস্থতা।

     

কি করবেন………

  • কাজের লোক রাখার আগে তার নাম, ঠিকানা ভালো করে যাচাই করে নিন। কোনও বিশ্বস্ত রেফারেন্স থাকলে তাকে অগ্রাধিকার দিন।

* টিক কাজের লোক রাখার সময় তার আসা যাওয়ার সময় ঠিক করে নিন। রাতে দিনের কাজের লোকের ক্ষেত্রে প্রতি মাসে সে কয়দিন ছুটি নেবে জেনে নিন।

* বাংলাদেশ সংবিধানের ১৪ বছরের কম বয়সী ছেলে বা মেয়েকে দিয়ে গৃহকর্মে করানো দণ্ডনীয় অপরাধ। কাজের লোক রাখার সময় এটা অবশ্যই মনে রাখবেন। কাজ শুরু করার আগে কি কি কাজ করতে হবে তা জানিয়েদেন ও অন্যান্য যা যা সুবিধা আপনি ওকে দেবেন পরিষ্কার করে জানিয়ে দেন। এই নিয়ে কোনও ধন্দ যেন কোনও পক্ষের মধ্যেই না হয়।

* প্রথম দিকে জরুরি কাজ বারবার করান।

* মাসে এক আধা দিন বাড়িতে কাজ দিতে পারেন কিন্তু এটি যেন রুটিন হয়ে না দাঁড়ায়।

* বাড়িতে অতিথি এলে আপ্যায়ন করতে শেখান, অচেনা লোক কে যেন দরজা খুলে না দেয় সে বিষয়ে         সতর্ক করুন।

* আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধব বিদায় নেওয়ার সময় আবার আসতে বলতে শিখান।

* আপনার বাড়ির ঠিকানা এবং ফোন নাম্বার লিখতে এবং ফোন ধরতে অবশ্যই শেখাবেন।

* আপনার বাচ্চা বা বয়স্ক মানুষের জন্য লোক রাখলে তাদের কাজের উপর বিশেষ দৃষ্টি রাখতে বলুন।

* সব দায়িত্ব কাজের লোকের হাতে ছেড়ে দেবেন না। নিজে নিয়মিত তদারকি করুন সব কাজের।

* তাদের খাওয়া-দাওয়ার প্রয়োজনীয় দিকে লক্ষ্য রাখুন

* পরিস্কার পরিচ্ছন্ন থাকতে শেখানে।

* ঘরে অনুমতি নিয়ে ঢুকতে বলুন, জোর গলায় কথা বলতে করুন।

* বাড়িতে সকলে মিলে কাজের লোককে অর্ডার করবেন না বাড়ির এক বা দুই জনের কাছ থেকে নির্দেশ গুলো যাবে।

* বাড়ির ছোটদের নিজের কাজ করতে উৎসাহ দেন কাজের লোককে ছোটদের নির্দেশ না দেওয়ার পরামর্শ     দেন।

* মাসে অন্তত দুই দিন ছুটি বরাদ্দ রাখুন এর থেকে বেশি দিন যদি ছুটি দরকার হয় তাহলে আগে থেকে  সেটি জানিয়ে রাখতে বলুন প্রতি মাসে যদি একনাগাড়ে অনেকদিন কামাই করে, তা হলে আপনার অসুবিধার কথা স্পষ্ট জানিয়ে দিন। দরকার পড়লে অন্য লোক দেখুন….

কি করবেন………….

* কাজের লোকের চাওয়া টাকা অংক যদি অনেক বেশি হয় সাধ্যের মধ্যে না থাকে তাহলে অবশ্যই কমাতে     পারেন কিন্তু সেই যদি না কমে তাহলে দরকষাকষির কোন দরকার নাই প্রয়োজনে আরেকজনের খোঁজ নেই।

* বাড়িতে কোনও জিনিস চুরি হয়ে গেলে প্রথমেই কাজের লোককে সন্দেহ করে বসবেন না।

* উপযুক্ত প্রমাণ না থাকলে দোষারোপ করা অন্যায়। *কাজের লোককে নিয়ে এলাকায় বা পাড়ায়-মহল্লায়         পরিবারের সদস্যদের নিয়ে পড়েন পরনিন্দা-পরচচা থেকে বিরত থাকুন। মনে রাখবেন এই ধরনের সমালোচনা    আপনার পরিবারকে নিয়েও হতে পারে।

* অপমানজনক মন্তব্য করা, গায়ে হাত তোলা ও অশ্লীল ভাষায় গালাগালি করা থেকে বিরত থাকুন।

* বেশি  দিন ছুটি কাটালে বা অন্য কোন অপরাধের জন্য টাকা কাটবে না।

* হুট করে কাজের লোক ছাড়া করবেন না।

* অন্তত এক মাস আগের নোটিশ দেন যাতে সে অন্য কাজ দেখতে পারেন।

আপনার মতামত দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.