--- বিজ্ঞাপন ---

দুর্নীতি দমন কমিশন গ্রেফতার করলো সাবেক ডিআইজি (প্রিজন) কে

0

সিলেটের কারা উপমহাপরিদর্শক ( প্রিজন) পার্থ গোপাল বণিকের বাসায় অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তার কাছে অবৈধ টাকা আছে গোপন সূত্রে খবর পেয়ে রোববার এ অভিযান চালায় দুদক টিম। তার কাছ থেকে ৮০ লাখ টাকা টাকা জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একইসাথে তাকে গ্রেফতারও করা হয়েছে। রোববার বিকেলে রাজধানীর ভূতেরগলি এলাকায় পার্থের বাসায় অভিযান চালিয়ে টাকা জব্দ করে। জানা গেছে, এর আগে সকালে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে অনিয়ম, দুর্নীতি ও অবহেলায় জড়িত থাকার অভিযোগে বর্তমানে সিলেটের ডিআইজি প্রিজনস পার্থ গোপাল বণিক ও জ্যেষ্ঠ জেল সুপার প্রশান্ত কুমার বণিককে দুদক কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে সন্তোষজনক উত্তর না পাওয়ায় বিষয়টি গোপন রেখে অভিযানের সিদ্ধান্ত নেয়। অভিযানের সময় পার্থর বাসা থেকে পাশের বাসার ছাদে টাকাভর্তি ব্যাগ ফেলে দিয়েও শেষরক্ষা হয় নি। শেষপর্যন্ত দুদকের জালে আটকা পড়ে সাবেক ডিআইজি প্রিজন পার্থ গোপাল বনিক।

আপনার মতামত দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.